ক্রীড়া প্রতিবেদক
এশিয়াডে ছেলেদের ফুটবল পাঠানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ছেলেদের নয়, পারফরম্যান্স ভালো হওয়ায় মেয়েদের দল যাবে ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংঝুতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে। তবে পরে বাফুফের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, এশিয়াডে ছেলেদের দলও পাঠানোর যথাসাধ্য চেষ্টা করবেন তাঁরা।
সেটির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিওএতে, গোপন ব্যালটের মাধ্যমে! হ্যাংঝু এশিয়াডে বাংলাদেশের ছেলেদের দল পাঠানোর পক্ষেই ভোট দিয়েছেন বিওএ’র সদস্যরা। গোপন ব্যালটের এশিয়াড কিংবা আন্তর্জাতিক কোনো মিটে দল পাঠানোর সিদ্ধান্ত দেশের ক্রীড়াঙ্গনে সম্ভবত এটাই প্রথম।
গোপন ব্যালটে ছেলেদের দল পাঠানোর পক্ষে ভোট পড়েছে ২১ টি, বিপক্ষে ৬ টি। তাই, এশিয়াডে অংশ নিতে দেশের ছেলে ফুটবলারদের আর কোনো বাধা রইল না।
বিওএর সহসভাপতি ও মিডিয়া কমিটির প্রধান শেখ বশীর আহমেদ মামুন গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘চার-পাঁচ দিন আগে সিদ্ধান্ত হয়েছিল। আজ (কাল) এটার সিদ্ধান্ত জানানোর শেষ দিন ছিল। এটা জাতীয় দল নয়, যাবে অনূর্ধ্ব-২৩ দল। সংখ্যাগরিষ্ঠ যেহেতু পাঠানোর পক্ষে, বিওএ সভাপতিও এটির পক্ষে। তবে ই-স্পোর্টস না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’