হোম > খেলা > ফুটবল

মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান!

রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি গড়ে অনন্য উচ্চতায় উঠেছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তি জিদান এবার জুটি গড়তে পারেন লিওনেল মেসি-নেইমারদের সঙ্গেও। বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক দানিয়েল রাওলো খবরটি জানিয়েছেন। সংবাদমাধ্যম আরএমসির এই প্রতিবেদকের দেওয়া তথ্যানুসারে, আগামী জুনের মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন কোচ হয়ে আসতে পারেন জিদান।

মৌসুম শুরুর আগে অনেকটা অভিমান নিয়েই রিয়াল ছেড়ে যান জিদান। এরপর একাধিক ক্লাবের সঙ্গে জড়িয়ে তাঁর নাম শোনা গেলেও এখনো কোনো ক্লাবে যোগ দেননি বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফুটবলার। সব ঠিক থাকলে হয়তো খুব শিগগিরই নতুন করে ডাগআউটে ফিরতে পারেন ফরাসি কিংবদন্তি। তবে জিদানের হয়তো এ মৌসুমেই মরিসিও পচেত্তিনোর জায়গায় আসা হবে না। মৌসুমের বাকি সময় পচেত্তিনোকে দিয়েই পার করতে চায় পিএসজি। 

জিদানকে দায়িত্ব নিতে হতে পারে আগামী মৌসুমের শুরুতে। এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে থাকলেও গুরুত্বপূর্ণ এক কারণে এই খবরকে উড়িয়ে দিতে পারছেন না ফুটবল বিশ্লেষকেরা। এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবরও প্রথম সামনে এনেছিলেন রাওলো, যেটা পরে সত্যি হয়েছিল। এবার জিদানের পিএসজিতে যাওয়ার খবরটিও এল তাঁর কাছ থেকেই। 

জিদান শেষ পর্যন্ত পিএসজিতে এলে সেটা নিশ্চিতভাবে নতুন এক উপলক্ষের জন্ম দেবে।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল