হোম > খেলা > ফুটবল

সান্ত্বনার শিরোপাও পাওয়া হলো না ইউনাইটেডের

ঢাকা: ব্রুনো ফার্নান্দেজের চোখে জল টলমল! কদিন আগে কেঁদেছিলেন লুইস সুয়ারেজও। সুয়ারেজের চোখে জল ছিল প্রাপ্তির আনন্দে। কিন্তু ফার্নান্দেজ কাল কেঁদেছেন না পাওয়ার বেদনায়। এত কাছে এসেও যে ছোঁয়া হলো না আরাধ্য শিরোপাটা। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে গিয়ে জেতা হলো না ইউরোপা লিগ।

ফার্নান্দেজের এই কান্না পুরো ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিচ্ছবি। ওলে গুনার সুলশার আর অ্যালেক্স ফার্গুসনকে ইউরোপা লিগ জয়ের আনন্দে ভাসানোর যথাসাধ্য চেষ্টাই করেছেন ফার্নান্দেজ, এডিনসন কাভানিরা। তাঁদের আশা ধূলিসাৎ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক জেরোনিমো রুলি। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ম্যানইউ গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে জয়োৎসব করার সুযোগ করে দেন রুলি। উনাই এমেরির অধীন পুরো ভিয়ারিয়াল ডাগআউট প্রথম ইউরোপা লিগ শিরোপা জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে।

কাল দানেস্কে ম্যান ইউ-ভিয়ারিয়াল ইউরোপা লিগ ফাইনালটা ছিল ‘শেয়ানে শেয়ানে লড়াই’! কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। যখন কেউ কারও জালে লক্ষ্যভেদ করতে পারছিল না, ২৯ মিনিটে সেটাই করলেন ভিয়ারিয়াল স্ট্রাইকার জেরার্ড মোরেনো। মিডফিল্ডার দানিয়েল পারেহোর সহায়তায় ভিয়ারিয়ালকে এগিয়ে নেন মোরেনো। এরপর ম্যান ইউ পাল্টা-আক্রমণ করলেও প্রথমার্ধে তারা আর সমতায় ফিরতে পারেনি।

দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই সমতায় ফেরে সুলশারের শিষ্যরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনের সহায়তায় সমতাসূচক গোলটি করেছেন কাভানি। এরপর আর তেমন আক্রমণাত্মক ফুটবল দেখাই মেলেনি। দুই দলই যেন চাইছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাক। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে মোরেনো বেশ কয়েকবার লক্ষ্যভেদ করেও করতে পারেননি। এগিয়ে যেতে পারেনি ম্যানইউও।

ম্যাচের সব নাটক যেন জমা ছিল টাইব্রেকারের জন্যই। ১,২, ৩ করে ২০টা শট নিল দুই দল। ২০টিই গোল! শেষ পর্যন্ত গোলরক্ষককে নিতে হলো শট। আর এখানেই পার্থক্য তৈরি হলো। ম্যানইউর গোলরক্ষক দাভিদ দে হেয়ার শট ঠেকিয়ে দিলেন ভিয়ারিয়ালের রুলি। কিন্তু তার আগে রুলির গোল ঠেকাতে পারেননি দে হেয়া।

কোচ হিসেবে প্রথম শিরোপা জয়ের কাছে এসেও তা পাওয়া হয়নি সুলশারের । আর চার-চারবার ইউরোপা লিগ জিতে এমেরি আরও উচ্চ স্বরে বলে দিলেন—ইউরোপা লিগটা শুধুই আমার!

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল