ক্রীড়া ডেস্ক
প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্র সফরে ইন্টার মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় কাতালান জায়ান্টরা। তবে এই ম্যাচে বার্সার ডাগআউটে দেখা যায়নি তাদের প্রধান কোচ জাভিকে। তাঁর পরিবর্তে অবামেয়াং-ফাতিদের নির্দেশনায় ছিলেন সহকারী কোচ অস্কার হার্নান্দেজ।
জাভির না থাকায় জন্ম দিয়েছে আলোচনার। কেন বার্সার টাচলাইনে দেখা যায়নি স্প্যানিশ কোচকে? জাভি যে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরেই যেতে পারেননি! যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি ৪২ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডারকে।
যুক্তরাষ্ট্র ভ্রমণ অনুমোদনের জন্য ইলেকট্রনিক সিস্টেমে আবেদন করেছিলেন জাভি। কিন্তু ভিসা পাননি। পাসপোর্টে ইরানের ভিসা থাকায় যুক্তরাষ্ট্র বার্সা কোচের ভিসার আবেদন বাতিল করে। ডেইলি মেইলের বরাতে এমনটায় জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
বার্সা ছাড়ার পর কাতারের ক্লাব আল সাদে যোগ দেন জাভি। সে সময় ইরান সফর করেন তিনি। কিন্তু মধ্য প্রাচ্যের দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সংকট রয়েছে। কেবল ইরান নয়— ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর ১ মার্চ ২০১১ সাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
আর সেই কারণে মঙ্গলবার রাতে ফিল নেভিলের দল মায়ামির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য বার্সা কাতালোনিয়া ছাড়লেও সঙ্গে ছিলেন না জাভি। প্রধান কোচের অনুপস্থিতিতে ডাগআউটের দায়িত্ব সামলান তাঁর ভাই অস্কার। প্রথমবারের মতো এমন দায়িত্ব পালন করেন তিনি। আর এটিই কোচ হিসেবে নিজের প্রথম ও শেষ ম্যাচ মনে করেন অস্কার, ‘আশা করি, এটাই আমার প্রথম ও শেষ ম্যাচ।’