Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

তিন দিনে ৫ ঘণ্টা ঘুমাতে পেরেছেন মেসিরা

ক্রীড়া ডেস্ক

তিন দিনে ৫ ঘণ্টা ঘুমাতে পেরেছেন মেসিরা

৩৬ বছর পর বিশ্ব জয়ের আনন্দ কি এত সহজে শেষ হয়! দেশে ফিরেও আর্জেন্টাইন ফুটবলারদের যেন দম ফেলার সময়ই নেই। লম্বা ভ্রমণ শেষে আর্জেন্টিনায় ফেরার পর ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশটির ফুটবলাররা। গত কয়েকদিন তাঁদের তাই পর্যাপ্ত ঘুম হচ্ছে না।

ফ্রান্সকে হারিয়ে বিশ্ব জয় করে আর্জেন্টিনায় ফিরেছেন মেসি-দিবালারা। যেখানে দোহা থেকে বুয়েনস এইরেসে আর্জেন্টাইন ফুটবলাররা পৌঁছেছেন ২১ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে। এরপর দেশে ফেরার পর তাদের দেওয়া হয়েছে গণসংবর্ধনা। ৫০ লাখেরও বেশি মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এরপর ছাদখোলা বাসে রাজধানী শহর ঘুরেছেন তারা। তখনও ভক্তরা তাঁদের অভ্যর্থনা জানিয়েছেন। ফুটবলাররা এরপর গিয়েছেন তাঁদের নিজ নিজ শহরে। ব্যস্ত সময় কাটানো প্রসঙ্গে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দিবালা বলেন, ‘আমি শেষ। মনে হয় গত কয়েকদিনে আমরা মাত্র পাঁচ ঘণ্টা ঘুমোতে পেরেছি।’

রোববার লুসাইলে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল মূল ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দিবালাকে শট নেওয়ার টোটকা দিয়েছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এই প্রসঙ্গে দিবালা বলেন, ‘আমি দিবুর (মার্তিনেজ) সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে মাঝ বরাবর শট নিতে বলেছিল। শট নেওয়ার পর গোলরক্ষক (ফ্রান্স) ঝাঁপ দিয়েছিল। আর আমি আমার সতীর্থের কথা মতো মাঝ বরাবর শট নিয়ে সফল হয়েছিলাম।’

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার