হোম > খেলা > ফুটবল

শতবর্ষীয় বিশ্বকাপের আয়োজক হতে চায় উরুগুয়ে, আর্জেন্টিনাসহ আরও দুই দেশ

শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবার ২০৩০ বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। শতবর্ষীয় বিশ্বকাপ আয়োজন করতে চায় যৌথভাবে উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। এ জন্য তারা গত মাসে ফিফার কাছে প্রস্তাবনাও জমা দিয়েছে। 

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল হয়েছিল ১৯৩০ সালে। সেবার আয়োজক দেশ ছিল উরুগুয়ে। সে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল স্বাগতিকেরা। ২০৩০ সালের বিশ্বকাপ হবে শতবর্ষের। তাই উরুগুয়ে চাচ্ছে দক্ষিণ আমেরিকার আরও তিনটি দেশকে নিয়ে বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। উরুগুয়ে ফুটবল সংস্থার সভাপতি ইগনাসিও আলোনসো বলেছেন, ‘বিশ্বকাপ যেখানে শুরু হয়েছে, সেখানেই শতবর্ষীয় বিশ্বকাপ হওয়া উচিত। এটা উরুগুয়ের অধিকার।’ 

দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজও জানিয়েছেন বিশ্বকাপ ঘরে ফেরা দরকার। তিনি বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ একটি মহাদেশের স্বপ্ন। সামনে আরও অনেক বিশ্বকাপ আসবে কিন্তু এ বিশ্বকাপ এক শ বছরে একবারেই আসে। তাই বিশ্বকাপটি ঘরে ফেরা দরকার।’

১৯৬২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল চিলি। আর ১৯৭৮ সালে আর্জেন্টিনা। প্রথমবারের মতো আয়োজক হওয়ার সুযোগ প্যারাগুয়ের সামনে। গত মাসে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে প্রস্তাবনা জমা দিয়েছে পর্তুগাল-স্পেনও। শতবর্ষীয় বিশ্বকাপের আয়োজক দেশের নাম ফিফা ২০২৪ সালে ঘোষণা করবে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি