ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা এখন ‘বাঁ হাতের খেল’। নিজেদের ক্যাবিনেটে যোগ করছে একের পর এক শিরোপা। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস লিগ জিতে পূর্ণতা পেল সিটি। এক দুর্লভ তালিকায় নাম উঠল ম্যান সিটির।
২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গতকাল ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় ম্যান সিটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে ট্রেবল পূর্ণ হলো। এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতল পেপ গার্দিওলার দল। অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়ল তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এই রেকর্ড গড়ল সিটি। ১৯৯৯ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেড। আর সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। সর্বোচ্চ দুবার করে ট্রেবল জিতেছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। গার্দিওলার অধীনেই ২০০৮-০৯ মৌসুমের ট্রেবল জিতেছিল বার্সা। সেবার তারা জিতেছিল লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ।
ট্রেবল জয়ের রেকর্ড:
ক্লাব ট্রেবল জয় মৌসুম
বার্সেলোনা ২ ২০০৮-০৯, ২০১৪-১৫
বায়ার্ন মিউনিখ ২ ২০১২-১৩, ২০১৯-২০
আয়াক্স ১ ১৯৭১-৭২
সেলটিক ১ ১৯৬৬-৬৭
ইন্টার মিলান ১ ২০০৯-১০
ম্যানচেস্টার ইউনাইটেড ১ ১৯৯৮-৯৯
পিএসভি ১ ১৯৮৭-৮৮
ম্যানচেস্টার সিটি ১ ২০২২-২৩