Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ডি পল

ক্রীড়া ডেস্ক

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত ডি পল

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গুঞ্জন ওঠে—চোট পড়েছেন দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। যার ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।

ডি পলের চোটের গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎকণ্ঠা দেখা দেয় আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন ডি পল। নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন––সবকিছু ভালো। মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। 

গতকাল কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ডি পল অনুশীলনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, সবাই একসঙ্গে এগিয়ে যাই।' 

কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করলেও ফুটবল খেলেননি ডি পল। তখনই আলবিসেলেস্তেদের এই মিডফিল্ডারকে নিয়ে ইনজুরির শঙ্কা জাগে। আন্তর্জাতিক গণমাধ্যমও চোট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন ডি পল।

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে