হোম > খেলা > ফুটবল

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ক্লপ

ক্রীড়া ডেস্ক

চলতি মৌসুমের পর লিভারপুল অধ্যায় শেষ হচ্ছে ইয়ুর্গেন ক্লপের। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। খবরটির সত্যতা নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ ও বিবিসিও। 

ক্লপের হুট করে অ্যানফিল্ড ছাড়ার প্রসঙ্গে নিজেদের ওয়েবসাইটে তাঁর বেশ বড় এক সাক্ষাৎকার প্রকাশ করেছে লিভারপুল। সেখানে জার্মান কোচ জানান, ক্লাব ছাড়ার বিষয়ে গত নভেম্বরে তিনি ক্লাবকে বলে দিয়েছেন। ক্লপ বলেছেন, ‘নভেম্বরে আমি ক্লাবকে এ বিষয়ে বলে দিয়েছি।’ 

ক্লাব ছাড়ার বিষয়ে সাক্ষাৎকারে ক্লপের কাছে প্রথম প্রশ্ন রাখা হয় এমন, ‘ইয়ুর্গেন, আমরা এখানে এসেছি কারণ, লিভারপুল সমর্থকদের জন্য আপনার একটি বার্তা রয়েছে। আপনি কি সেটি শেয়ার করতে চান?’ ৫৬ বছর বয়সী কোচ উত্তরে বলেছেন, ‘হ্যাঁ, আছে। এই মৌসুম শেষে আমি ক্লাব ছাড়ব। আমি বুঝতে পারছি, এটি এই মুহূর্তে অনেক লোকজনের কাছে ধাক্কার মতন, যখন আপনি এটি প্রথমবার শুনবেন।’ 

ক্লপের হাত ধরে হারানো গৌরব ফিরে পায় লিভারপুল। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে যে স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি সেটি করেছেন অ্যানফিল্ডে এসে। ২০১৫ সালের অক্টোবরে অলরেডদের দায়িত্ব নেন এই জার্মান কোচ। তাঁর সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল ২০২৬ পর্যন্ত। কিন্তু তার আগেই ছাড়ছেন অ্যানফিল্ড। এর আগেও অবশ্য একবার তাঁর লিভারপুল ছাড়ার গুঞ্জন উঠেছিল। 

ক্লপের অধীনে ৩০ বছরের অপেক্ষার ইতি টেনে ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল। তার আগের মৌসুমে জেতে চ্যাম্পিয়নস লিগ, সেটি ২০০৫ সালের পর। ক্লপের অধীনে অলরেডরা তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। তিনি দায়িত্ব নেওয়ার পর লিভারপুল প্রতিটি প্রধান শিরোপায় জিতেছে। তবে গত মৌসুমে লিগের সেরা থাকতে না পারায় এ মৌসুমে তাদের খেলতে হচ্ছে ইউরোপা লিগে।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন