নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৯৮ সালে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য ক্রিস্টিয়ান কারেম্বু। জিনেদিন জিদান-দিদিয়ের দেশমের সাবেক সতীর্থকেই বিশ্বকাপ শিরোপা নিয়ে বিশ্ব ভ্রমণের দায়িত্ব দিয়েছে ফিফা। শান্তির বার্তা ছড়িয়ে দিতে ফিফার প্রতিনিধিদের সঙ্গে কারেম্বু এবার সোনালি ট্রফি নিয়ে এসেছেন বাংলাদেশে।
পরশু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে সংশ্লিষ্টদের কাছে শিরোপা নেওয়া হলেও গতকাল আর্মি স্টেডিয়ামে জনসাধারণকে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে কারেম্বু বলেছেন, ‘বিশ্বকাপ শিরোপা আনন্দ, সাফল্য ও ঐক্যের প্রতীক। আমরা মনে করি, সব ফেডারেশনেরই তাদের সমর্থকদের এটি দেখানোর অধিকার আছে। যেন তারা এটি দেখে অনুপ্রাণিত হয়। এই শিরোপা নিয়ে গর্ব করার মতো অনেক গল্প আছে। সেসব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই বাংলাদেশে এসেছি।’
কারেম্বুর দেশ ফ্রান্স বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। কাতার বিশ্বকাপে তাঁর উত্তরসূরিদের জন্য কারা হুমকি হতে পারেন—এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ রসিকতা করেছেন তিনি, ‘জানি বাংলাদেশের অর্ধেক জনগণ আর্জেন্টিনা, অর্ধেক ব্রাজিলের সমর্থক। তবে ইংল্যান্ড-জার্মানি-স্পেনের কথাও ভুলে গেলে চলবে না। ইতালি থাকলে ওদেরকেও গণনার বাইরে রাখা যেত না। আসলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় যে কেউ যে কারও জন্য হুমকি হতে পারে।’