হোম > খেলা > ফুটবল

মেসির কোচের প্রয়োজন নেই, বলছেন মরিনহো

মৌসুমের মাঝপথে রোমা থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। বর্তমানে বেকার সময়ই কাটাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ। পর্তুগিজ কোচের জন্য এমনটা অবশ্য নতুন নয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ক্যারিয়ারে ছয়বার বরখাস্ত হয়েছেন তিনি। 

ভবিষ্যতে নতুন কোনো ক্লাব নাকি পুরোনো কোনো ঠিকানায় দেখা যাবে তাঁকে—এসব নিয়েই ইনফ্লুয়েন্সার ওহমের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মরিনহো। কথা প্রসঙ্গে সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে কোন তারকাকে কোচিং করাতে চান তিনি। উত্তরে লিওলেন মেসির নাম উদাহরণস্বরূপ বলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

এখন পর্যন্ত ৯টি দলকে কোচিং করিয়েছেন মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসিকে কাছ থেকে দেখেছেন তিনি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তো সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আরও অনেক তারকা ফুটবলারকে শিষ্য পেয়েছেন উয়েফার শীর্ষ তিন লিগের শিরোপাজয়ী একমাত্র কোচ। সব মিলিয়ে ২৬টি ট্রফি জিতেছেন ক্যারিয়ারে। 

সেদিক থেকে মেসির গুরু হতে পারলেই নিশ্চয়ই বিশেষ কিছুই হবে মরিনহোর জন্য। তবে অষ্টম ব্যালন ডি’অর বিজয়ীর কোচের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। ফুটবলে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত কোচ বলেছেন, ‘উদাহরণস্বরূপ, আমি মেসিকে কখনো কোচিং করাইনি। তবে মেসির কোনো কোচের প্রয়োজন নেই...। সে সবকিছু নিয়েই জন্মেছে। উল্টো সে-ই আপনাকে কিছু শেখাতে পারে।’ এখন দেখার বিষয়ে, ভবিষ্যতে মেসিকে শিষ্য হিসেবে পান কিনা ৬১ বছর বয়সী কোচ।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি