হোম > খেলা > ফুটবল

মেসির ক্ষোভের কড়া জবাব দিলেন পিএসজি প্রধান

লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর পেরিয়ে গেছে কয়েক মাস। মেসি এখন দারুণ সময় কাটাচ্ছেন ইন্টার মায়ামিতে। তবু সাবেক ক্লাবের কিছু ঘটনার রেশ রয়ে গেছে এখনো। তেমন এক ঘটনা নিয়ে ক্ষোভ ঝারার পর পিএসজি প্রধানের থেকে কড়া জবাব পেয়েছেন মেসি। 

গত বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। ধ্রুপদী সেই ফাইনালে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর থেকেই যেন ফ্রান্সের ‘শত্রু’ হয়ে যায় আর্জেন্টিনা দল। প্রভাব পড়েছিল মেসির ওপরও। এ ব্যাপারে কদিন আগে ওলগা চ্যানেলে এক সাক্ষাৎকার দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসি তখন বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পায়নি।’ 

মেসির এমন বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন পিএসজি প্রধান নাসের আল খেলাইফি। তার মতে, মেসিকে তাদের ফোকাসে রাখা হতো। যেখানে সাত বারের ব্যালন ডি অর জয়ীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল পিএসজি। একই সঙ্গে খেলাইফি এক পুরোনো ঘটনার কথাও যেন মনে করিয়ে দিয়েছেন। যেখানে বিশ্বকাপের পর মেসি পিএসজির অনুশীলন ক্যাম্পে ফিরলে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছিল। খেলাইফি বলেন, ‘আমরা অনুশীলনে মেসিকে নিয়ে উদযাপন করি। তার সঙ্গে আলাদাভাবেও উদযাপন করি। যখন আমরা কোনো ভিডিও প্রকাশ করি, আপনারা তো সবই দেখেছেন। একই সঙ্গে বলছি যে আমরা ফরাসি ক্লাব। স্টেডিয়ামে উদযাপন করা কঠিন। সে যে দলকে (ফ্রান্স) হারিয়েছে, তাকে সম্মান জানানো উচিত। ফ্রান্স দলে তার সতীর্থ রয়েছে।’ 

২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসজিতে খেলেছেন মেসি। মায়ামির জার্সিতে ৭৫ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন ও ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো লিগ ওয়ান, একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস-তিনটি শিরোপা পিএসজির জার্সিতে জিতেছেন মেসি। আর ইন্টার মায়ামিতে খেলার এক মাসের মধ্যেই জিতেছেন লিগ কাপ। মায়ামির ইতিহাসে যা প্রথম কোনো মেজর শিরোপা।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি