Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন, জানালেন আবার আসবেন কবে

ক্রীড়া ডেস্ক    

মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন, জানালেন আবার আসবেন কবে
বাংলাদেশ ছাড়লেন হামজা। ছবি: বাফুফে

হামজা দেওয়ান চৌধুরী সিলেটে পা রাখতেই শুরু হয় বাংলাদেশ ফুটবলের অন্যরকম এক উন্মাদনা। বাংলাদেশের হয়ে প্রথমবার ম্যাচ খেলে ভক্ত-সমর্থকদের করেছেন মুগ্ধ। ভারত ম্যাচজুড়ে আলো কেড়েছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। মুগ্ধ করা হামজা ফিরে যাচ্ছেন এবার ইংল্যান্ডে। এক ফ্লাইটে সকাল ১০টা ৪০ মিনিটে আজ বাংলাদেশ ছেড়েছেন তিনি।

হামজাকে আবারও লাল-সবুজের জার্সিতে নিশ্চয়ই অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন সমর্থকেরা। আবার বাংলাদেশে আসবেন কবে হামজা? আগামী দুই মাসে অবশ্য বাংলাদেশের কোনো ম্যাচ নেই। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচটি খেলার জন্য আবারও আসবেন এই মিডফিল্ডার।

বাংলাদেশের আতিথেয়তা এবং ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হামজাও। যাওয়ার আগে ভিডিও বার্তায় বললেন, ‘ধন্যবাদ। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনাদের (সমর্থন) আমার কাছে কতটা অর্থবহ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।’

জুনে ফেরার কথা জানিয়ে বললেন, ‘ইনশা আল্লাহ, আমি জুনে ফিরব। আমার সুস্বাস্থ্য এবং ফিরে আসার জন্য দোয়া করবেন। ইনশা আল্লাহ, জুনে আবার দুটি বড় ম্যাচে আপনাদের সবার সঙ্গে দেখা হবে।’ গত ১৭ মার্চ মা-বাবা, স্ত্রী-সন্তান ও ভাইসহ মোট নয় সফরসঙ্গীকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হামজা।

শিলংয়ে হামজার অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১০ জুন। ঘরের মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন হামজা-জামালরা।

ফুটবলের মতো সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের

চ্যাম্পিয়নস লিগে অতীতই যখন রিয়ালের অনুপ্রেরণা

আর্সেনালের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল

এখনই চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সেলোনা

এএফসি থেকে বাড়তি ৩০ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ইনজাঘির ‘ইন্টার’—পাস করা সহজ নয়

অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

বারবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে কাঁপিয়ে ব্যর্থ মেসিকে নিয়ে কী বললেন কোচ