Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

এক হোটেলে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবেন মেসি-নেইমার-রোনালদোরা 

ক্রীড়া ডেস্ক

এক হোটেলে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবেন মেসি-নেইমার-রোনালদোরা 

কাতারে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হবে। এবারের বিশ্বকাপে বেশ কিছু নতুনত্ব দেখা যাবে। মেসি-নেইমার-রোনালদোরা কথা মাথায় রেখে কর্তৃপক্ষ বিশেষ এক উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপে প্রথমবারের মতো দলগুলো এক হোটেলে থেকেই আসর শেষ করবে। গত মঙ্গলবার ফিফা আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটি জানিয়েছে। 

বিশ্বকাপের মূল আকর্ষণ খেলোয়াড়েরা। তাঁরা যেন শারীরিক ও মানসিক চাপে না ভোগেন সেই ব্যবস্থা করেছে কাতার বিশ্বকাপ কর্তৃপক্ষ। ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা কলিন স্মিথ বলেছেন, ‘টুর্নামেন্টের সময় ফুটবলাররা অনুশীলন ও বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবেন। তাতে বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়বে।’ 

মূলত বিশ্বকাপের সব ম্যাচ হবে দেশটির রাজধানী দোহাকে কেন্দ্র করে। এ কারণে একটি নির্দিষ্ট হোটেলে ক্যাম্প বানিয়ে নিতে পারবে দলগুলো। এতে ফুটবলারদের আর ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। তাঁরা খেলায় মনোযোগ দেওয়ার জন্য বাড়তি সময়ও পাবেন। বিশেষ এই আবাসন সুবিধাতে রাজধানীর ১০ কিলোমিটারের মধ্যেই অবস্থান করবে বিশ্বকাপের ৩২ টি দল।

বিশ্বকাপ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন কাকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘সব দল একে অপরের কাছাকাছি থাকতে পারবে। এতে নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে পারবে। আর দর্শকরাও দেশগুলোর সংস্কৃতি-ঐতিহ্য সম্পর্কে বেশি বেশি জানতে পারবে।’

সুদানের বিপক্ষে ম্যাচ নিয়ে ধোঁয়াশায় বাংলাদেশ দল

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক