হোম > খেলা > ফুটবল

বায়ার্ন থেকে কেন বহিষ্কার হলেন নাগলসমান 

ইউরোপীয় ফুটবল সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন, বায়ার্ন মিউনিখের কোচ হুলিয়ান নাগলসমানের বরখাস্ত হওয়ার সংবাদ শুনে নিশ্চিতভাবেই চমকে গেছেন। নাগলসমানের বহিস্কার হওয়া এবং নতুন কোচ হিসেবে থমাস টুখেলের যোগদানের ব্যাপারে কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না ফুটবল ভক্তরা। 

জার্মানের আরেক ক্লাব লাইপজিগ থেকে ২০২১ সালে বায়ার্নে এসেছেন নাগলসমান। তাঁর অধীনে জার্মান এই জায়ান্ট ক্লাব প্রথম মৌসুমে বুন্দেসলিগা এবং টানা দুটি সুপার কাপ জেতে। তবে ক্লাবের ভেতরে-বাইরের কিছু বিষয় নিয়ে নাগলসমানের ওপর সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তাঁকে চাকরিচ্যুত করার কিছু কারণ দেখে নেওয়া যাক।

  • বিশ্বকাপের পর ঘরোয়া লিগে জীর্ণ পারফরম্যান্স: 
    বিশ্বকাপের পর লিগে ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট খুইয়ে ডর্টমুন্ডের কাছে শীর্ষস্থান হারায় বায়ার্ন। সর্বশেষ গত রোববার লেভারকুসেনের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ হারে মুলাররা। লিগে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। নিয়মিত বিরতিতে পয়েন্ট হারানো নাগলসমানের চাকরি চলে যাওয়ার অন্যতম এক কারণ হতে পারে।  
  • গোলরক্ষক ম্যানুয়াল নয়ারের সঙ্গে দ্বন্দ্ব: 
    ড্রেসিংরুমে কয়েকজন ফুটবলারের সঙ্গে ভালো সম্পর্ক নেই কোচের। গোলরক্ষক ম্যানুয়াল নয়ারের সঙ্গে নাগলসমানের খারাপ সম্পর্কের কথা জানা গেছে। ডিসেম্বরে অধিনায়ক নয়ারের পা ভেঙ্গে যাওয়ার পর গোলরক্ষক কোচ টনি টাপালোভিচকে ছাঁটাই করা হয়। এরপরই তাঁদের দ্বন্দের বিষয় প্রকাশ্যে আসে। বায়ার্নে যোগদানের পরই  গোলকিপিং কোচকে নাগলসমান বাদ দিতে চাইলেও নয়ার বিরোধিতা করেছিলেন। 
  • খেলোয়াড়দের অসন্তোষ: 
    নাগলসমানের কৌশল এবং ডাগ আউটে তার আচরণ নিয়ে খেলোয়াড়রা একাধিকবার তাদের অভিযোগ জানিয়েছেন ক্লাব বোর্ডকে। দলের একটি অংশ নাগলসমানকে কোচ হিসেবে মানতে চাচ্ছিল না। 
  • নাগলসমানের প্রেমিকা: 
    মাঠের বাইরের বিষয় নিয়েও সুবিধাজনক স্থানে ছিল না নাগলসমান। বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর জার্মানির বিখ্যাত সংবাদপত্র ‘বিল্ড’র বায়ার্ন মিউনিখ প্রতিনিধি লিনার সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নাগলসমান। শেষ পর্যন্ত তাকে ঘিরেই যত সমস্যার সূত্রপাত হয়। কোচের বিষয়ে আলোচনার সময়েও প্রেমিকাকে নিয়ে অস্ট্রিয়ায় বেড়াচ্ছিলেন নাগলসমান, যা মোটেও ভালো চোখে দেখেনি ক্লাব কর্তৃপক্ষ।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল