ক্রীড়া ডেস্ক
মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে গতকাল ব্রাজিলের ‘নতুন শুরু’ হয়েছে ভুলে যাওয়ার মতোই। তাঞ্জিয়ারে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। প্রীতি ম্যাচে হারের দায় রেফারিকে দিচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মরক্কো-ব্রাজিল প্রীতি ম্যাচ হলেও খেলোয়াড়েরা বেপরোয়া হয়ে উঠেছিলেন। দুই দলের খেলোয়াড়দের বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। খেলা থামাতে বারবার রেফারিকে এগিয়ে আসতে হয়েছে। রেফারির সঙ্গেও তর্কে জড়িয়েছেন ফুটবলাররা। রেফারি ম্যাচের গতি নষ্ট করেছেন বলে দাবি ব্রাজিলের ফুটবলারদের। ম্যাচ হারের দায় রেফারির ওপর চাপিয়ে ব্রাজিল অধিনায়ক কাসেমিরো বলেন, ‘ব্রাজিল কখনো এ বিষয়ে (রেফারি) অভিযোগ করে না। তার পরও সবার প্রতি সম্মান রেখেই বলছি যে সবচেয়ে বড় সমস্যা ছিল রেফারি।’
কাসেমিরোর সঙ্গে সহমত পোষণ করেছেন রদ্রিগো। রদ্রিগো বলেন, ‘রেফারিং খুব বাজে হয়েছিল। ম্যাচের গতি নষ্ট করেছে রেফারি। আমি কোনো অজুহাত দিচ্ছি না।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের তিন মাস পর খেলতে নেমে মরক্কোর বিপক্ষে হারল সেলেসাওরা। যা মরক্কোর ফুটবল ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়।