Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের এনদ্রিককে কেন লাল কার্ড দেখানো হয়নি, জানতে চাইলেন কোচ

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের এনদ্রিককে কেন লাল কার্ড দেখানো হয়নি, জানতে চাইলেন কোচ

ব্রাজিলের ফুটবলারদের নিয়ে আলোচনা এখন যেন খুবই স্বাভাবিক ঘটনা। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, যেখানেই হোক ব্রাজিলিয়ানরা খবরের শিরোনাম হয়ে যান প্রায় সময়ই। লা লিগায় এবার ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এনদ্রিককে নিয়ে ক্ষিপ্ত আলাভেস কোচ লুইস গার্সিয়া প্লাজা।

এনদ্রিকের ঘটনাটা গত রাতে সান্টিয়াগো বার্নাব্যুতে হয়েছে রিয়াল মাদ্রিদ-আলাভেস ম্যাচে। ম্যাচের ৬৯ মিনিটে রিয়ালের স্ট্রাইকার রদ্রিগোর বদলি হয়ে নামেন এনদ্রিক। নামতে না নামতেই একটা কাণ্ড ঘটান তিনি। ৮৩ মিনিটে তিনি আলাভেস ডিফেন্ডার সান্তিয়াগো মৌরিনোকে বল ছাড়া চ্যালেঞ্জ করতে গিয়ে হাঁটু দিয়ে গুঁতো মেরে বসেন। এতে ব্রাজিলের ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখানো হয়।

ম্যাচে রেফারি শেষ বাঁশি বাজানোর পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে তপ্ত বাক্যবিনিময় হয়েছে গার্সিয়ার। এনদ্রিকের ঘটনা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলাভেস কোচ বলেন, ‘এটা একটা লাল কার্ড (এনদ্রিকের ঘটনা)। আমাদের শেষ ১০ মিনিট তো ১০ জনের বিপক্ষে খেলা উচিত ছিল। স্পষ্ট যে লাল কার্ড হয়েছে, সেটা কেউ না করতে পারবে না। যদি রেফারি এটা দেখে না থাকে, তাহলে ভিএআর আছে কী করতে! যা তাদের (রেফারি) থাকা উচিত, সম্ভবত তাদের কাছে হলুদ কার্ড বেশি থাকে। তবে এনদ্রিকের জন্য এটা অবশ্যই লাল কার্ড।’ 

এনদ্রিককে নিয়ে গার্সিয়া কথা বললেও আনচেলত্তি কোনো মন্তব্য করতে রাজি হননি। রিয়াল কোচ ম্যাচ শেষে বলেন, ‘আমি আমার মত দিতে পারব না। এটা তো দেখিনি। কোনো প্রত্যুত্তরও পাইনি।’ 

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ১ মিনিটে লুকাস ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা দ্বিতীয় গোল পায় ৪০ মিনিটে। জুড বেলিংহামের অ্যাসিস্টে গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ২-০তে এগিয়ে প্রথমার্ধ শেষ করা রিয়াল তৃতীয় গোলও দ্রুত পেয়েছে। ৪৮ মিনিটে গোলটি করেন রদ্রিগো। 

ম্যাচে ৩-০ গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ ছিল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। তবে একেবারে শেষ ভাগে এসে দুটি গোল হজম করে রিয়াল। ৮৫ ও ৮৬ মিনিটে আলাভেসের গোল দুটি করেন কার্লোস বেনাভিতেজ ও কিকে গার্সিয়া। শেষ পর্যন্ত রিয়াল পায় ৩-২ গোলের জয়। এই ম্যাচ দিয়ে দ্বিতীয় রিয়াল কোচ হিসেবে ৩০০ তম ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন আনচেলত্তি। তাঁর অধীনে রিয়াল এখন পর্যন্ত জিতেছে ২১৬ ম্যাচ। হেরেছে ৩৯ ম্যাচ ও ড্র করেছে ৪৫ ম্যাচ। 

আনচেলত্তির আগে রিয়ালের কোচ হিসেবে ৩০০ বা তাঁর বেশি ম্যাচে দায়িত্ব পালন করেছেন মিগুয়েল মুনোজ। ৬০৫ ম্যাচ রিয়াল খেলেছে মুনোজের অধীনে।

লস ব্লাঙ্কোসরা জিতেছিল ৩৫৭ ম্যাচ এবং হেরেছিল ১২০ ম্যাচ। ড্র করেছিল ১২৮ ম্যাচ।

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু