হোম > খেলা > ফুটবল

আন্তর্জাতিক ফুটবল থেকে হ্যাজার্ডের অবসর

ক্রীড়া ডেস্ক

অনেক স্বপ্ন নিয়ে কাতারে এসেছিল বেলজিয়াম। বিশ্বকাপের গত দুই আসরের মতো এবারও তাদের পিঠে ছিল ‘কালো ঘোড়া’র তকমা। কিন্তু ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে ব্যর্থ হয় বেলজিয়ানরা। এই ধাক্কা সামলাতে না পেরে ব্যর্থতায় দায় নিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মার্তিনেজ।

এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের অধিনায়ক এডেন হ্যাজার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। ৩১ বছর বয়সী তারকা বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘আজ একটি পৃষ্ঠা শেষ হলো। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের অবিরাম ভালোবাসার জন্য ধন্যবাদ। ২০০৮ থেকে যে সুখের মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন তার জন্য ধন্যবাদ।’

এই ফেসবুক পেজে হ্যাজার্ড নিজের এক ছবি পোস্ট করে অবসরের প্রসঙ্গে হ্যাজার্ড আরও লেখেন, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। উত্তরসূরী প্রস্তুত। আমি আপনাদের মিস করব।’

২০১৯ সালে চেলসি ছেড়ে রিয়ালে যোদ দেওয়ার পর থেকে চোট ও ফর্মহীনতার কারণে নিজেকে হারিয়ে খুঁজছেন হ্যাজার্ড। কাতারেও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। বেলজিয়ামের জার্সিতে ১৪ বছরের ক্যারিয়ারে ১২৬ ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি। দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি।

ফেব্রুয়ারিতে ঢাকায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ

ফেডারেশন কাপে এক টিকিটের দুই দাবিদার

মেসির ‘অশোভন আচরণ’ নিয়ে মেক্সিকোর ফুটবলারের ক্ষোভ

চ্যাম্পিয়নস লিগে নামার আগে রিয়ালের দুঃসংবাদ

বার্সেলোনাকে কি আজ হারাতে পারবে পর্তুগিজ ইগল

ভারত ম্যাচের আগে ১ মাসের প্রস্তুতি চান বাংলাদেশ কোচ

আবারও রিয়ালের সভাপতি সেই পেরেজ

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

সেকশন