হোম > খেলা > ফুটবল

মেসিদের বাজে ভাষায় গালাগালির কথা অস্বীকার করলেন রামোস 

চ্যাম্পিয়নস লিগ মানেই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার গল্প। এবারও টুর্নামেন্ট থেকে পিএসজির বিদায় ঘণ্টা বেজে যায় তাড়াতাড়ি। প্যারিসিয়ানদের বিদায়ে সার্জিও রামোসের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

আলিয়াঞ্জ অ্যারেনায় গত পরশু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল পিএসজি। বায়ার্নের কাছে ২-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। দুই লেগ মিলে বায়ার্নের কাছে ৩-০ গোলে হেরে যায় পিএসজি। শেষ ষোলো থেকে বিদায়ের পর রামোসের বিরুদ্ধে মাঠেই পিএসজিকে নিয়ে গালিগালাজের অভিযোগ ওঠে। কিন্তু এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রামোস। পিএসজির এই ডিফেন্ডার টুইট করেছেন, ‘আমি সাধারণত এসব ব্যাপার নিয়ে চিন্তা করি না। তবে যা ঘটেইনি, তা আমি কিছুতেই মানতে পারছি না। ফুটবল খেলায় সাধারণত হতাশ হলে যেসব শব্দ ব্যবহার করা হয়, তা আমি প্যারিস নিয়ে কেন বলতে যাব? যেখানে কিছুই হয়নি, সেখানে বানিয়ে কিছু বলবেন না।’

গত মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন রামোস। স্পেনের হয়ে ফুটবল খেলা ছাড়লেও পিএসজির জার্সিতে খেলে যাচ্ছেন এই ডিফেন্ডার। প্যারিসিয়ানদের হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলেছেন রামোস। করেছেন ২ গোল এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন পিএসজির এই ডিফেন্ডার।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল