হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিততেই ব্রাজিলের লাগল ১০ বছর

ক্রীড়া ডেস্ক    

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ বছর পর জিতল ব্রাজিল। ছবি: এএফপি

১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের বিপক্ষে জিততে পারছিল না ব্রাজিল। অবশেষে সেই গেরো খুলল আজ। ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল। আজ ক্যালিফোর্নিয়ার পেপাল পার্কে ড্র হতে যাওয়া ম্যাচটি ২-১ গোলে জিত নিলেন ব্রাজিলের মেয়েরা। বদলি নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমান্দা গুতিয়েরেস জয় নিশ্চিত করেন অতিথিদের।

লস অ্যাঞ্জেলেসে গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল ব্রাজিল। এ ম্যাচেও দাপটের সঙ্গে শুরু করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম মিনিটেই স্ট্রাইকার ক্যাটারিনা মাসারিওর গোলে এগিয়ে যায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ৩৪ সেকেন্ডে গোল করেন তিনি।

ব্রাজিলও সমতায় ফিরতে বেশ মরিয়া হয়ে ওঠে। সুফল পেতেও দেরি হয়নি। ২৪ মিনিটে ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গার কেরোলিনের গোলে সমতায় ফেরে র‍্যাঙ্কিংয়ে আট নম্বর দল ব্রাজিল। বক্সে ঢুকে ডান পায়ের একটি অসাধারণ শটে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যান্ডি ম্যাকগ্লিনকে পরাস্ত করেন তিনি। নির্দিষ্ট সময় শেষ ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথে। ঠিক তখনই দৃশ্যপট বদলে দেন আমান্দা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক গোল করেন এই ফরোয়ার্ড। তাঁর গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। রোমাঞ্চকর ম্যাচটি জিতে প্রীতি ম্যাচে একটি করে জয় পেল যুক্তরাষ্ট্র-ব্রাজিল দুই দলই। ২০১৪ সালে ব্রাসিলিয়ায় একটি প্রীতি ম্যাচে শেষবার যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ব্রাজিল।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন