হোম > খেলা > ফুটবল

ছেলেদের বিপক্ষে খেলিয়ে মেয়েদের প্রস্তুত করতে চান এই কোচ

মাত্র ১ পয়েন্টের জন্য চেলসির কাছে উইমেন সুপার লিগের শিরোপা হারিয়েছে আর্সেনাল নারী দল। শেষ দিনে ওয়েস্ট হামকে হারালেও তাতেও শেষ রক্ষা হয়নি। নিজেদের ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে চেলসি। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও ভালো করতে পারেনি আর্সেনালের মেয়েরা। তবে ব্যর্থতা ভুলে সামনের মৌসুমের জন্য আরও ভালোভাবে দলকে প্রস্তুত করতে চান কোচ জোনাস ইডেভাল। এমনকি খেলোয়াড়দের শক্তিশালী করতে আর্সেনাল পুরুষ একাডেমির অনূর্ধ্ব-১৫-১৬ দলের খেলোয়াড়দের সঙ্গেও মেয়েদের খেলাতে চান তিনি। 

সদ্য শেষ হওয়া মৌসুমে কাছাকাছি গিয়েও শিরোপা জিততে না পেরে কিছুটা হতাশ ইডেভাল। মৌসুম শেষে ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘অনুশীলনে ছেলেদের একাডেমির খেলোয়াড়দের ভালোভাবে যুক্ত করতে হবে এবং অভ্যন্তরীণ ম্যাচ খেলতে হবে, যাতে চ্যাম্পিয়নস লিগে আমরা আগের চেয়ে আরও বেশি শারীরিক ও দ্রুতগতির খেলা খেলতে পারি।’ 

এভাবে দলকে প্রস্তুত করলে, অর্থাৎ ম্যাচের চেয়ে অনুশীলন আরও বেশি কঠিন হলে মাঠে ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন ইডেভাল। তিনি বলেছেন, ‘এভাবে প্রস্তুত হওয়ার অর্থ হচ্ছে যদি আমরা অনুশীলনে সাফল্য পাই, তবে আমরা নিশ্চিতভাবে মাঠের খেলায়ও সফল হতে পারব। আমরা আরেকটু বেশি সময় পাব এবং এটা কাজকে আরও সহজ করবে।’ 

এ বিষয়ে আর্সেনাল বয়েস একাডেমির কোচ পার মেরটেসাকারের সঙ্গে বিস্তারিত আলাপ করবেন জানিয়ে সুইডিশ কোচ ইডেভাল বলেন, ‘অনূর্ধ্ব-১৫ বা ১৬ বছর বয়সের সব খেলোয়াড়ের শারীরিক বৃদ্ধি খুব বেশি হয় না। তারা আমাদের খেলোয়াড়দের চেয়ে কিছুটা দ্রুতগতিসম্পন্ন হয়, তবে তাদের বিপক্ষে খেলা একেবারে অসম্ভব নয়।’ 

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি