হোম > খেলা > ফুটবল

প্রধানমন্ত্রীর কাছে কোচ মানিকের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বসুন্ধরা কিংসের বিপক্ষে কাল গুরুত্বপূর্ণ ম্যাচের তিন ঘণ্টা আগে ছাঁটাই হওয়ার চিঠি পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। ঠিক কী কারণে হঠাৎ এভাবে ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ এখনো জানা নেই স্বনামধন্য এই কোচের। নির্দিষ্ট কোনো কারণ দর্শানো ব্যতীত এভাবে বরখাস্ত হওয়ার পুরো দায়টা ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদেরের কাঁধে চাপিয়েছেন মানিক। ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যানের পদ থেকে যেন মনজুর কাদেরকে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে সেই অনুরোধও রেখেছেন তিনি। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে তাঁর ছাঁটাই হওয়ার অনেকগুলো সম্ভাব্য কারণের কথা বলেছেন মানিক। এ সময় মনজুর কাদেরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানিক বলেন, ‘ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদের সুস্থ মানুষ না। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব উনাকে যাতে এই কাজ (চেয়ারম্যানের পদ) থেকে বিরত রাখা হয়। কারণ উনি যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। আমি নিজে যে আচরণ দেখেছি, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যে আচরণ দেখেছি আমার কাছে তা ভালো মনে হয়নি। কেউ যদি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে তাহলে সেটা তারও ক্ষতি হতে পারে, অন্য কারও ক্ষতি হতে পারে। তার আগের সেই বয়স নাই, তিনি বিভিন্নভাবে অসুস্থ।’ 

২০১৬ সালে বাফুফে নির্বাচনে সভাপতি পদে হারের পর মনজুর কাদের অসুস্থতা বেড়েছে বলে মনে করেন মানিক, ‘নির্বাচনে হারের পর থেকে তিনি স্বাভাবিক না। আর এ কারণে অনেক অস্বাভাবিক কাজ তিনি সম্প্রতি ঘটাচ্ছেন। গত বছর বাফুফে নির্বাচনে হারের পর তিনি আমাকে ফিফার কাছে ফুটবল ফেডারেশনের বিপক্ষে চিঠি দিতে বলেছেন। আমার কাছে আশ্চর্য লাগে যে তিনি একদিকে আমাকে চিঠি দিতে বলেন আবার কাজী সালাউদ্দিনের (বাফুফে সভাপতি) সঙ্গে হাত মেলান। আমার কাছে মনে হয়েছে তিনি স্বাভাবিক না। একজন ক্রীড়াসংগঠক যেসব কাজ করেন তিনি সেসব কাজ করেন না।’ 

গত ১১মে লিগে আরামবাগের কাছে ৩-১ গোলে হেরে যায় শেখ জামাল। এবারের লিগে সেটাই ছিল শেখ জামালের প্রথম হার। ম্যাচ হারের পর মনজুর কাদেরের কাছ থেকে বাজে আচরণের শিকার হয়েছেন বলেও জানালেন মানিক, ‘ম্যাচ হারের পরদিন পুরো কোচিং প্যানেলকে ডাকা হয়েছিল। সেখানে আমাদের গোলরক্ষক কোচকে বরখাস্ত করা হয়। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছিল আমার পুরো ক্যারিয়ারে কোনো ক্লাব চেয়ারম্যান বা ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আমি এমন আচরণ পাইনি। তখনই আমি সিদ্ধান্ত নেই যে ক্লাবে আমি থাকব না। আমি পদত্যাগ পত্র নিয়ে গিয়েছিলাম। ক্লাবের ভাইস চেয়ারম্যান ফয়জুর রহমান আমাকে ধৈর্য ধরতে বলেন।’ 

আরামবাগের কাছে হারের পর ৬ আগস্ট আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে শেখ জামাল। তাঁর আগেরদিন ছিল আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭২ তম জন্মদিন। আবাহনীতে গিয়ে মনজুর কাদের শেখ জামালের বিপক্ষে আবাহনীর খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন বলেও দাবি করেছেন মানিক, ‘একটা দলের প্রেসিডেন্ট কীভাবে অন্য দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন সেটা আমার কাছে আশ্চর্য লেগেছে!’ 

গত বছর বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে লড়েছিলেন মানিক। সেই নির্বাচনে মাত্র এক ভোট পেয়েছিলেন তিনি। তাঁকে ছাঁটাইয়ের পেছনে সেই নির্বাচনের ভূমিকাও থাকতে পারে বলে মনে করেন তিনি, ‘দুই-একসময় মনজুর কাদের আমাকে বলেছেন, ‘‘কী এক নির্বাচন করলা, গেলেই শুনি মানিককে এখনো কোচ রেখেছ?’ ’ আসলে আমি কী কারণে ছাঁটাই হলাম তার সঠিক কোনো কারণ আমার জানা নেই!’ 

তাঁকে ছাঁটাই করার ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মানিক।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন