Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

বার্সার দুঃসময় বাড়ালেন সুয়ারেজ-গ্রিজমানরা

ক্রীড়া ডেস্ক

বার্সার দুঃসময় বাড়ালেন সুয়ারেজ-গ্রিজমানরা

এটাই হতে যাচ্ছে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড কোমানের শেষ ম্যাচ—এমন গুঞ্জনের কথা জানিয়েছিল একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে ম্যাচ শুরুর আগে কোমানকে সুসংবাদই দিয়েছিলেন হুয়ান লাপোর্তা। বার্সার কোচের ভূমিকায় কোমানই থাকছেন। কিন্তু ম্যাচ শেষে কোমানের শিষ্যরা সেই একই ব্যর্থতার গল্পের পুনরাবৃত্তি দেখিয়েছেন। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের কাছে তারা হেরেছে ২-০ গোলে। 

এদিন কোমানের জন্য হতাশা নিয়ে এসেছিলেন গত মৌসুমে বার্সা থেকে আতলেতিকোয় আসা লুইস সুয়ারেজ। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের দুই গোলের একটি উরুগুইয়ান তারকা নিজে করেছেন। অন্যটি করিয়েছেন সতীর্থ থমাস লেমারকে দিয়ে। 

প্রথমার্ধের ২৩ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লামের। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে গোলের দেখা পান সুয়ারেজও। তাতে আতলেতিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে। 

গোলের পর কোনো উল্লাস করেননি সুয়ারেজ। তবে বার্সার কোচের ওপর নীরব প্রতিশোধটা ঠিকই নিয়েছেন। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোমানের দিকে তাকিয়ে ফোনে কল করার ভঙ্গি করেন। বার্সা ছাড়ার আগে বয়সের কারণে সুয়ারেজ দলের পরিকল্পনায় না থাকার কথা জানিয়েছিলেন কোমান নিজে। 

বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল বার্সা। বার কয়েক সেই সুযোগও পেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত কোনো গোল করতে না পেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে নেমে গেছে বার্সা। অন্যদিকে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার