হোম > খেলা > ফুটবল

কোপায় মারামারি করা কলম্বিয়াই পেল ‘ফেয়ার প্লে’ পুরস্কার

ক্রীড়া ডেস্ক

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হলো কোপা আমেরিকা। বাংলাদেশ সময় আজ সকালে ১-০ গোলের জয়ে টানা দুবার দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শিরোপা উঁচিয়ে ধরল আর্জেন্টিনা। বিপরীতে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে ২৩ বছর পর ফাইনাল খেলা কলম্বিয়াকে। অবশ্য রানার্সআপ কলম্বিয়া পেয়েছে কোপা আমেরিকার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’।

এবারের কোপায়  আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার প্রতিনিধি হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন ‘ফেয়ার প্লে’ অ্যাওয়ার্ড।  টুর্নামেন্টে শৃঙ্খলা মেনে ভালো ফুটবল খেলার জন্যই মূলত এই পুরস্কার দেওয়া হয়। তবে এবারের কোপা আমেরিকাজুড়ে সর্বোচ্চ ফাউল করা এবং দ্বিতীয় সর্বোচ্চ হলুদ কার্ড দেখা এই দল কীভাবে এমন পুরস্কার জিতে সে প্রশ্ন উঠছে।

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ৬ ম্যাচে ৯৪টি ফাউল করেছেন কলম্বিয়ার ফুটবলাররা। কানাডা পর সবচেয়ে বেশি (১১) হলুদ কার্ড দেখেছে রদ্রিগেজের দল। নিয়ম মেনে সুন্দর ফুটবল খেলার জন্য যে পুরস্কার দেওয়া হয়, সেটি দেওয়া হয়েছে প্রতিপক্ষকে শরীর দিয়ে কাবু করা দলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়া এই পুরস্কার পাওয়ার পর নিয়ে অনেকে রসিকতা করছেন। কেউ কেউ বলছেন, ‘সান্ত্বনা দেওয়ার জন্যই এমন পুরস্কারের ব্যবস্থা রেখেছে কনমেবল।’

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল একসময় পেনাল্টিতে গড়ানো ছিল সময়ের ব্যাপার মাত্র। সে সময় ম্যাচের ব্যবধান গড়ে দেন লাওতারো মার্তিনেজ। ১১২ মিনিটে জিওভান্নি লো সেলসোর অ্যাসিস্ট থেকে গোল করেন মার্তিনেজ। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯৭ মিনিটে হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে নেমে  জয়সূচক গোল করে লাওতারো মার্তিনেজ জিতেছেন গোল্ডেন বুট। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ বার জালের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড।

সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার গোলপোস্টের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ বনে যাওয়া এই গোলরক্ষক ২০২২ ফুটবল বিশ্বকাপেও জেতেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। ২০২১ কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতেছে বাজপাখি এমিলিয়ানোর অসাধারণ গোলকিপিংয়ে। সেবারও পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন