ক্রীড়া ডেস্ক
চেলসিতে দ্বিতীয় দফায় ফেরাটা দারুণভাবে রাঙালেন রুমেলু লুকাকু। লন্ডন ডার্বিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ইন্টার মিলান থেকে চেলসিতে আসা এই বেলজিয়ান তারকা। লুকাকুর জ্বলে ওঠার রাতে আর্সেনালকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে চেলসি।
এমিরেটসে শুরু থেকেই চাপে ছিল আর্সেনাল। আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসির এগিয়ে যেতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। রিচ জেমসের সহায়তায় চেলসিতে প্রত্যাবর্তনের শুরুটা রাঙিয়েছেন লুকাকু। এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি চেলসি। আর্সেনাল ডিফেন্সে চাপ তৈরি করে ব্লুজদের দ্বিতীয়বার এগিয়ে যেতে সময় লাগে ৩৫ মিনিট। ম্যাসন মাউন্টের অ্যাসিস্টে এবার গোল করেন জেমস নিজেই। প্রতি আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে ‘গানার’দের ফিরতে হয়েছে খালি হাতেই।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল চেলসি। একের পর এক সুযোগও তৈরি করে তারা। এর মধ্যে একটি প্রচেষ্টায় লুকাকুর হেড আর্সেনাল গোলরক্ষকের হাত ছুঁয়ে বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় চেলসি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে চেলসি।
এর আগে সাউদাম্পটনের মাঠ থেকে পয়েন্ট হারিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের ৩০ মিনিটে ফ্রেডের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ‘রেড ডেভিল’রা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যাসন গ্রিনউড গোলে সমতা ফেরায় ম্যানইউ। এরপর চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি ওলে গুনার সুলশারের দল।
রাতের আরেক ম্যাচে উলভসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহাম হটস্পার্স। ৯ মিনিটে ডেলে আলির পেনাল্টি গোলটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়।