হোম > খেলা > ফুটবল

রোনালদোকে অল্প কথায় বিদায় জানাল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গত মাসে সম্পর্ক শেষ হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর। যেখানে রোনালদোর বিদায়টা সুখকর হয়নি। তবু অল্প করে হলেও রোনালদোকে বিদায়ী সম্ভাষণ জানিয়েছে ইউনাইটেড। 

গতকাল ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-বার্নলি। এই ম্যাচে রোনালদোকে ৮১ শব্দের বিদায়ী সম্মাননা দেয় ম্যান ইউ। রেড ডেভিলের জার্সিতে রোনালদোর অর্জনসমূহ উল্লেখ করে ইউনাইটেড কর্তৃপক্ষ লিখেছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গত মাসে ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়েছে। দুই দফায় মোট পর্তুগিজ তারকা ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। আমাদের তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালে ব্যালন ডি অরও জিতেছেন। ২২ নভেম্বর এক বিবৃতিতে রোনালদোর অসামান্য অবদানের জন্য ক্লাব তার ও তার পরিবারের শুভকামনা জানিয়েছে।’ 

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো খেলেছেন দুই দফায়। এই দুই দফায় ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলেন রোনালদো। করেছেন ১৪৫ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। ক্লাব ক্যারিয়ারের ৭০০ তম গোল করেছিলেন রেড ডেভিলের জার্সিতেই। প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক অর্জন করেছিলেন পর্তুগিজ এই তারকা। 

ক্লাব ক্যারিয়ারে মোট ৯৪৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ৭০১ গোলের সঙ্গে করেছেন ২২৩ অ্যাসিস্ট। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাঙ্কোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল, ১৩১ গোলে অ্যাসিস্ট করেছেন। 

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি