গ্রীষ্মকালীন দলবদলের প্রায় শেষ সময়ে চমক দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জুভেন্টাস থেকে পাড়ি জমিয়েছেন পুরোনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে।
তবে সরাসরি ম্যানচেস্টারে না গিয়ে রোনালদো গেছেন পর্তুগালে। সেখানেই নিজের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন সিআরসেভেন। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বিরতির পর ম্যানইউয়ের হয়ে নতুন অধ্যায় শুরু করবেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।
পর্তুগালের রাজধানী লিসবনে রোনালদো এখন থাকছেন নিজের ৬ মিলিয়ন পাউন্ড (৭০ কোটি ৩৫ লাখ টাকা) মূল্যের বিলাসবহুল বাড়িতে। তাঁর এই বাড়িটিই নাকি পর্তুগালের সবচেয়ে দামি ফ্ল্যাট! বাড়িটিতে সুইমিং পুল, জিমনেশিয়াম ও তিনটি বিশাল সাইজের বেডরুমসহ রয়েছে নানা সুবিধা। রোনালদোর এই বাড়িটি দিন দিন পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক ফুটবল মহাতারকার দৃষ্টিনন্দন বাড়িটির অন্দর-মহল।