হোম > খেলা > ফুটবল

গোলক্ষুধার প্রসঙ্গ টেনে হালান্ডকে মেসির সঙ্গে তুলনা করলেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক

আর্লিং হালান্ডের দুই গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। সিটির নতুন তারকার গোলক্ষুধা কোচ গার্দিওলাকে মুগ্ধ করেছে। হালান্ডে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিগের এক ম্যাচের খেলা দেখেই হালান্ডকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন। 

ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ জয়ের পরও ম্যাচসেরা হালান্ডকে নিয়ে আলোচনা হচ্ছে। গার্দিওলা ৭৮ মিনিটে তাঁকে বদলি করেছেন জুলিয়ান আলভারেজকে মাঠে নামিয়ে। এতে নওরোজিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে। গার্দিওলার এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। হালান্ড নিজেও এ নিয়ে একটু বিরক্ত হয়েছেন। তিনি হ্যাটট্রিকের বিষয়ে বলেছেন, ‘ম্যাচে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। তবে এমনটাই হয়।’ 

ম্যাচ শেষে ম্যানসিটি কোচ এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন স্ট্রাইকারদের গোলক্ষুধা কখনোই মিটে না। স্ট্রাইকারদের গোলক্ষুধার ব্যাখ্যায় তিনি আর্জেন্টাইন তারকা মেসিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে হালান্ডকে সাবেক শিষ্যের সঙ্গে তুলনাও করেছেন। ম্যানসিটি কোচ বলেছেন, ‘স্ট্রাইকারদের গোলক্ষুধা পছন্দ করি। সৌভাগ্যবান যে ম্যানেজার হিসেবে মেসির সঙ্গে কাজ করতে পেরেছি। যখন ম্যাচে সে দুই গোল করত তখন সে চাইতো তিন গোল করতে। আবার তিন গোল করলে চাইতো চার গোল করতে। সর্বোচ্চ গোলদাতা, স্ট্রাইকার, তারা কখনোই সন্তুষ্ট থাকে না। তারা সব সময় গোলের জন্য ক্ষুধার্ত থাকে।’ 

নতুন শিষ্যকে নিয়ে মজাও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘হালান্ড পেনাল্টির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বল নিজের কাছে রাখেন। মনে হয় যদি তাঁর কোনো সতীর্থ সেটা নিতে গেলে সে তাঁর মুখে ঘুষি মারতো। নিশ্চিত ছিলাম যে সে গোল করবে। এটা দলের ভালো দিক।’

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন