Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ফেলিক্সের লাল কার্ডে ধাক্কা খেলেন চেলসি কোচ

ক্রীড়া ডেস্ক

ফেলিক্সের লাল কার্ডে ধাক্কা খেলেন চেলসি কোচ

হতাশাজনক এক মৌসুমই যেন কাটছে চেলসির। জয় এক রকম ‘সোনার হরিণ’ হয়ে গিয়েছে ইংলিশ এই ক্লাবটির কাছে। তার ওপর গতকাল প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে লাল কার্ড দেখেছেন হোয়াও ফেলিক্স। এই লাল কার্ড চেলসিকে বিশাল এক ধাক্কা দিয়েছে বলে মনে করেন কোচ গ্রাহাম পটার।

ক্রেভেন কটেজ স্টেডিয়ামে গতকাল ফুলহাম-চেলসি প্রিমিয়ার লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধের ঘটনা। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ফেলিক্স। তাতে ২২ তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। আর ১০ জনের চেলসি ম্যাচ হেরেছে ২-১ গোলে। 

ফেলিক্সের লাল কার্ড চেলসির জন্য হতাশাজনক ছিল বলে মনে করেন পটার। ম্যাচ শেষে ব্লুজদের কোচ বলেন, ‘এটা ফরোয়ার্ড ট্যাকল ছিল। এ ব্যাপারে রাগ হওয়ার কিছু নেই। আমি বুঝতে পেরেছি কেন এটা লাল কার্ড ছিল। এটা বিশাল এক ধাক্বা ছিল। সে (ফেলিক্স) দারুণ খেলছিল। আপনারা তার পারফরম্যান্স দেখেছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য হতাশাজনক ব্যাপার।’ 

পটার আরও বলেন, ‘আমি মনে করি শুরুতে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করছিলাম। অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমাদের ভুলেই তাদের গোল দুটো হয়েছে। কাজ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।’ 

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচ খেলেছে চেলসি। ৭ জয়, ৪ ড্র ও ৭ পরাজয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে আছে ব্লুজরা। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৭ ম্যাচে ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৪ পয়েন্ট পেয়েছে গানার্সরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। আর্সেনালের সমান ১৭টি ম্যাচ খেলেছে সিটিজেনরাও।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার