হোম > খেলা > ফুটবল

নেইমারবিহীন ব্রাজিল উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। দলের হয়ে গোল ৪টি করেছেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, এন্টনি ও রদ্রিগো গুয়েস। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে নেইমারবিহীন ব্রাজিল।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাজিল, কিন্তু প্রথম মিনিটেই রাফিনহার গোল বাতিল হয়ে যায় ভিএআরের সিদ্ধান্তে। তবে ২৮ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন সেই রাফিনহাই। মারকুইনাইসের বাড়ানো বলে প্যারাগুয়ের বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। বাঁ দিকে ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক এন্তনি সিলভা।  বিরতির পর ম্যাচের ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনহো।

শেষ দিকে প্যারাগুয়েকে আরও চেপে ধরে ব্রাজিল। শেষ ৫ মিনিটে আরও দুবার প্যারাগুয়ের জালে বল জড়ায় ব্রাজিল। ৮৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ভিনিসিয়ুসের বদলি নামা এন্তনি। এভারটন রিভেইরার বাড়ানো বল বক্সের কোনাকুনি থেকে জালে জড়ান এন্তনি। এর দুই মিনিট পর খেলার শেষ মুহূর্তে গোলের হালি পূর্ণ করেন রদ্রিগো। 

সব মিলিয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও শক্ত করল ব্রাজিল। অন্যদিকে ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রায় শেষ প্যারাগুয়ের। ভোরে অন্য ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। ভেনেজুয়েলার জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রেখেছে লুইস সুয়ারেজরা। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে উরুগুয়ে।  

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন