Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

লিভারপুলের জয়, আবারও হারল চেলসি 

ক্রীড়া ডেস্ক

লিভারপুলের জয়, আবারও হারল চেলসি 

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতেই পারছে না চেলসি। এবার ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছে ব্লুজরা। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনো অধীনে এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন চেলসি, যার মধ্যে হার দুই ম্যাচে। 

৭৩ মিনিটে গোল হজম করে বসে ব্লুজরা। তার আগে ১০ জনের দল হয়ে পড়ে তারা। ৫৮ মিনিটে ডিফন্ডার মালো গোস্তো লাল কার্ড দেখল দুর্বল হয়ে পড়ে পচেত্তিনোর দল। 

তবে দাপুটে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়েছে ইউর্গেন ক্লপের দল। ১৬ মিনিটে পেনাল্টি থেকে অলরেডদের এগিয়ে দেন মোহামেদ সালাহ। ৪২ মিনিটে অবশ্য সমতায় ফিরেছিল ওয়েস্ট হাম। ৬০ মিনিটে ব্যবধানটা ২-১ করেন ডারউইন নুনেজ। ৮৫ মিনিটে লিভারপুলের শেষ গোলটি করেন দিয়োগো জোতা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচ জিতল ক্লপের দল। 

আজ সবচেয়ে বড় রোমাঞ্চকর ম্যাচটি হয়েছে এমিরেটসে। আর্সেনালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জোড়া গোল করেছেন টটেনহামের কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়ুং-মিন। দুটিই সমতায় ফেরানো গোল। ২৬ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪২ মিনিটে স্পার্সদের সমতায় ফেরান সন। ৫৪ মিনিটে পেনাল্টি গোলে গানারদের এগিয়ে দেন বুকায়ো সাকা। পরের মিনিটে সন আবার সমতায় ফেরান টটেনহামকে। 

এই ড্রয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার পাঁচে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চারে টটেনহাম। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে লিভারপুল। মাত্র ৫ পয়েন্ট নিয়ে চেলসি আছে ১৪ তম স্থানে।

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়