হোম > খেলা > ফুটবল

ইউরোপা লিগ চোখ রাঙাচ্ছে বার্সাকে

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে পরাজয়ের পর আবারও প্রশ্ন উঠেছে, ইউরোপা লিগ কি চোখ রাঙাচ্ছে বার্সেলোনাকে? প্রশ্ন ওঠাই স্বাভাবিক। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ড্র হওয়ার পর থেকেই বার্সার ‘সি’ গ্রুপকে বলা হচ্ছিল গ্রুপ অব ডেথ। এখান থেকে একটা শীর্ষ দলকে ইউরোপা লিগে খেলতেই হবে। তবে কোন দল খেলবে, সেই লড়াইটাই প্রথম রাউন্ডেই জমজমাট। বার্সেলোনার পরপর দুই ম্যাচ পরাজয়ে এই প্রশ্ন আরও শক্তিশালী হয়েছে।

লা লিগায় অ্যাওয়ে ম্যাচের রেজাল্টে জাভি হার্নান্দেজের দলের জয়ের রেকর্ড বেশ শক্তিশালী। তবে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে জয়ের দেখাই পাচ্ছে না দল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নিতে হলে তাদের গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে জয়ের বিকল্প নেই বললেই চলে। কোনো ম্যাচে জয় বঞ্চিত হলে কঠিন সমীকরণের মুখে পড়তে হবে কাতালান জায়ান্টদের। আর তাতেও যদি ব্যর্থ হয় তাহলে টানা দ্বিতীয় বছর ইউরোপা লিগে খেলতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জেতা ক্লাবটির।

ইউসিএলের দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে হলে বার্সেলোনার প্রথম শর্ত, পরবর্তী তিন ম্যাচের তিনটিতেই জয় পেতে হবে। পরবর্তী তিন ম্যাচের মধ্যে ইন্টার মিলান ও বায়ার্নের বিপক্ষে ম্যাচ দুটি হোম ম্যাচ হলেও ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষের ম্যাচটি অ্যাওয়ে। এ নিয়েই শঙ্কায় বার্সা কোচও। তাই টুর্নামেন্টের পরের ম্যাচে ঘরের মাঠে ইন্টারের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই তাদের।

নেরাজ্জুরিদের বিপক্ষে হোম ম্যাচে ও ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেলে বার্সার পয়েন্ট হবে ৯। প্লাজেনের বিপক্ষে ইন্টার মিলান জিতলে তাদেরও সমান পয়েন্ট হবে। তখন গোল ব্যবধান ও হেড টু হেড ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে। তবে তারচেয়ে সহজ হতে পারে যদি ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষেও জয় পায় বার্সেলোনা। না পারলে আবারও টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগ খেলতে হতে পারে স্প্যানিশ ক্লাবটিকে। কাতালান ক্লাবটির অবশ্য গত মৌসুম ছাড়াও আগেও এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে তখন তার নাম ছিলো উয়েফা কাপ। সে সময় সব মিলিয়ে ১১ সিজন উয়েফা কাপ খেলেছে বার্সেলোনা।

বাংলাদেশি বলেই যে দুঃখের গল্প শোনালেন বিজয়

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

সেকশন