হোম > খেলা > ফুটবল

ফুটবলে মেয়েদের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের ফাইনালে ওঠা মানে শিরোপা জয়—সে ইতিহাস আবারও সত্য হলো। ২০১০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলেই স্প্যানিশদের সোনালি শিরোপার অপেক্ষা ঘুচিয়েছিলেন জাভি-ইনিয়েস্তেরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশটি যে চারবার ফাইনাল খেলেছে তাতেও তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি উয়েফা নেশনস লিগে টানা দুবার খেলে বর্তমান চ্যাম্পিয়ন তারা। 

তবে মেয়েদের ফুটবলে স্বপ্নটা পূরণ হচ্ছিল না লা রোহাদের। অবশেষে সেই অপেক্ষার অবসান। স্প্যানিশদের বিশ্বকাপ জেতানোর নায়ক ওলগা কারমানো। ২৯ মিনিটে মারিওয়ানা কালদেন্তির কাছ থেকে বল পেয়ে ইংল্যান্ডের জালে বল পাঠান এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে প্রথম বিশ্বকাপ জিতল স্পেন।

অবশ্য দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লা রোহারা। ৬৪ মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর বাধা দিতে গিয়ে ইংলিশ ডিফেন্ডার কেইরা ওয়ালশের হাতে বল লাগলে ভিএআর পরীক্ষা করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ২ মিনিট পরে স্পেন অধিনায়ক জেনিফার হারমোসোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক ম্যারি আর্পস। পোস্টের নিচে গা নাচিয়ে হারমোসোকে বোকা বানান তিনি। 

তবে এরপরও ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। অবশ্য চেষ্টার কমতি ছিল না তাদের। অতিরিক্ত ১৫ মিনিট পেলেও আর জালের দেখা পায়নি সারিনা ওয়েগম্যানের শিষ্যরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা নিয়ে ঘরে ফেরা হলো না।

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল