নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিরতি শেষে ১০ এপ্রিল শুরুর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউনে বিরতি আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বেড়েছে, থেমে থাকা লিগ আবারও শুরু করার ব্যাপারে সংশয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিপিএলে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ফেডারেশনের। বৈঠকে ঠিক হতে পারে ২০২০-২১ মৌসুমে বিপিএল ফুটবলের ভাগ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন শফিকুল ইসলাম মানিক। এবারও লিগ বাতিল হোক, সেটা চান না শেখ জামাল কোচ। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘করোনা হয়তো দ্রুতই কমে আসবে। এই বিরতি কোনোভাবেই খেলোয়াড়দের জন্য ভালো হবে না। দেশের পরিস্থিতি বিবেচনা করে ফেডারেশনকে অবশ্যই একটা কার্যকর সিদ্ধান্তে আসতে হবে।’
ভারতে কঠিন পরিস্থিতিতে যদি আইপিএল হয়, বাংলাদেশে কেন ঘরোয়া খেলা হবে না, এটাই প্রশ্ন মানিকের। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের দাবি, লিগ পেছালেই বাড়বে বাতিল হওয়ার ঝুঁকি। তিনি বলেন, ‘চাই দ্রুত ফুটবল মাঠে ফিরুক। যত দ্রুত লিগ শুরু করা যায় ক্লাবের জন্য ততই ভালো হবে।’
লকডাউনের সময় নিজ নিজ খেলোয়াড়দের ক্যাম্পে রেখেছে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী।
লিগ শুরুর ঘোষণা এলেই দ্রুত তারা মাঠে নামতে পারবে। ক্যাসিনো কেলেঙ্কারিতে নড়বড়ে আরামবাগ হেঁটেছে উল্টো পথে।
১৩ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান আরামবাগের। বর্তমান পরিস্থিতিতে লিগ বাতিল চান আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর, ‘এই অবস্থায় কোনোভাবেই লিগ শুরু উচিত নয়।’
কেউ চাইছেন মাঠে গড়াবে ফুটবল। কেউ চাইছে লিগ বাতিলই হোক। এখন বাফুফে শুনবে কার কথা?