পেলের সঙ্গে নেইমারের গোলের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ডে পাখির চোখ করছেন নেইমার। এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে নেইমারের সামনে সুযোগ রয়েছে পেলেকে ছাড়িয়ে যাওয়ার।
বিশ্বকাপে খেলতে আসার আগে ১২১ ম্যাচে নেইমারের গোল ছিল ৭৫। কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমারের টুর্নামেন্ট শুরু হয়। চোটে পড়ে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারেননি। খেলেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। ৯৭৪ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে গোল করেন নেইমার। তাতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ১২৩ ম্যাচে গোল হলো ৭৬টি। ক্রোয়েটদের বিপক্ষে আজ জোড়া গোল করলেই ছাড়িয়ে যাবেন পেলেকে। কেননা, ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতা পেলে।
ব্রাজিলের হয়ে ৭৭ গোলের পাশাপাশি পেলে অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ বিজয়ী দলে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। অন্যদিকে নেইমার ব্রাজিলের জার্সিতে অ্যাসিস্ট করেছেন ৫৬ গোলে। বিশ্বকাপে ১২ ম্যাচে করেছেন ৭ গোল এবং ৪ গোলে অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড।