হোম > খেলা > ফুটবল

পিএসজি ছাড়লেন গালতিয়ের, আসছেন এনরিকে

ক্রীড়া ডেস্ক

পিএসজিতে এক মৌসুমের বেশি কাটানো যেন কঠিনই হয়ে দাঁড়িয়েছে কোচদের। মাউরিসিও পচেত্তিনোর পর ক্রিস্তফ গালতিয়েরও এক মৌসুমের বেশি থাকতে পারলেন না পার্ক দে প্রিন্সেসে। নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের দায়িত্ব সামলানো থেকে আনুষ্ঠানিকভাবে ৫৬ বছর বয়সী কোচকে অব্যাহতি দিয়েছে পিএসজি।

ফরাসি চ্যাম্পিয়নরা আজ বুধবার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে গালতিয়েরের প্রস্থানের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর স্থলে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেকে নিয়োগ দিচ্ছে পিএসজি।

২০২২-২৩ মৌসুম শেষে গালতিয়েরের কাতারভিত্তিক মালিকানাধীন ক্লাবটি ছাড়ার বিষয়টি এক প্রকার নিশ্চিতই ছিল। দলকে লিগ জেতালেও চ্যাম্পিয়নস লিগে সাফল্য এনে দিতে পারেননি তিনি। অবশ্য পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল ফরাসি কোচের। তবে জুন শেষে চুক্তিও আগেভাগে শেষ করলেন তিনি।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিএসজি ও গালতিয়ের পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুমজুড়ে পেশাদারত্ব ও প্রতিশ্রুতি রক্ষার জন্য পিএসজির সবাই গালতিয়ের এবং তাঁর সহকারী থিয়েরি ওলেসিয়াক ও হোয়াও সাক্রামেন্তোকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য তাঁদের শুভ কামনা জানাচ্ছে।’

দুই বছর আগে লিলকে লিগ জিতিয়ে আরেক ফরাসি ক্লাব নিসের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। সেখানে এক মৌসুম কাটিয়ে দুই বছরের চুক্তিতে এসেছিলেন প্যারিসে। তবে মেসি, নেইমার, এমবাপ্পে, রামোসদের মতো তারকাবহুল দল নিয়েও প্যারিসিয়ানদের বিপুল চাহিদা মেটাতে পেরেছেন সামান্যই। তবে তাঁর অধীনে রেকর্ড ১১তম লিগ জেতে পিএসজি।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন