হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার জয় দরকার? মার্তিনেজ আছেন

ক্রীড়া ডেস্ক

‘ত্রাতা’ তাঁকে বলায় যায়। হিসেব আছে কতবার আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ? ২০২২ কাতার বিশ্বকাপে তিনি না হলে যে আরেকবার স্বপ্ন ভাঙত লিওনেল মেসিদের! ফাইনালে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে ১২৪তম মিনিটে কোলো মুয়ানির শট এগিয়ে এসে যেভাবে রুখে দিয়েছিলেন—সেই গোল হলে আর রক্ষা থাকত না আর্জেন্টিনার। 

ফ্রান্সের বিপক্ষে এরপর টাইব্রেকারে মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল লা আলবিসেলেস্তেরা। এরপর তো ‘বাজপাখি’র তকমাই পেয়ে গেছেন ৩১ বছর বয়সী অ্যাস্টন ভিলা গোলরক্ষক। আজ আরেকবার সেই স্মৃতি মনে করিয়ে দিলেন এমি। বাজপাখি হয়ে বাঁচালেন আর্জেন্টিনাকে। হিউস্টনে কোপা আমেরিকায় প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে প্রথম দুই শট বাজপাখির মতো ঝাঁপিয়ে রুখে দিয়েছেন তিনি। তাঁর ডানায় চড়ে আরেকবার রক্ষা পেল আর্জেন্টিনা। টাইব্রেকারে ৪-২ ব্যববধানে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিশ্চিত করল সেমিফাইনাল। এর আগে ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। 

‘দিবু’ আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান ২০২১ সালে। এরপর থেকে আকাশী-নীলদের প্রথম পছন্দের গোলরক্ষক তিনি। কোচ লিওনেল স্কালোনির বড় ভরসাস্থল। এ পর্যন্ত এমি খেলেছেন ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ। ‘দ্য স্পোর্টিং নিউজ’ নামে এক ক্রীড়া মাধ্যম জানাচ্ছে, আজকের ম্যাচ পর্যন্ত তাঁর বিপক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্টে ২৪টি পেনাল্টি নেওয়া হয়েছে। তার মধ্যে ৯টি সেভ করেছেন তিনি। প্রতিপক্ষ মিস করেছে ৩টি। গোল হয়েছে ১২টি। সফলতার হার ৫০ শতাংশ। 

এ পর্যন্ত বিশ্বকাপ ও কোপা আমেরিকা মিলিয়ে চারটি ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়েছেন এমি। ২০২১ কোপায় কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে তিনটি সেভ করেন তিনি। সেই ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে উঠে আর্জেন্টিনা। সেই ম্যাচটিও নির্ধারিত সময় শেষে ড্র ছিল ১-১ গোলে। এবার ইকুয়েডরের বিপক্ষেও যেন তাঁর পুনরাবৃত্তি। এরপর ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ২টি সেভ দেন এমি। সেই ম্যাচটি তাঁরা জেতে ৪-৩ ব্যবধানে। বিশ্বকাপের ফাইনাল ও এবার ইকুয়েডরের ম্যাচটির কথা তো আগেই বলা হয়েছে। মার্তিনেজের নৈপুণ্যে আগের দুই টুর্নামেন্টে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবারও কী তাঁর পুনরাবৃত্তি হতে যাচ্ছে?

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

সেকশন