ক্রীড়া ডেস্ক
দীর্ঘ এক যুগের বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের পদে ছিলেন আবু নাঈম সোহাগ। তাঁর বিরুদ্ধেই এখন প্রমাণ হয়েছে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। শেষ রক্ষা হয়নি সোহাগের। অনিয়ম আর জালিয়াতির দায়ে তাঁকে দুই বছরের জন্য সব ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজীবন নিষিদ্ধ করেছে সোহাগকে।
আজ বাফুফের জরুরি সভা শেষে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘পরবর্তীতে এই ফেডারেশনে যেন আর অংশ নিতে পারে (সোহাগ) এবং কাজ করতে না পারে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘যখন তদন্ত চলে তখন বহিষ্কার করা যায় না। যে কারণে আমরা সিদ্ধান্ত নিইনি। এখন ফিফা সিদ্ধান্ত দিয়েছে তাই আমরাও তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।’
বাফুফের এই সিদ্ধান্তে সোহাগ বাফুফে থেকে একেবারে নিষিদ্ধই হয়ে গেলেন। ফিফার দুই বছরের নিষেধাজ্ঞার পর সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের কথা জানিয়েছেন। আবেদনে শাস্তির মেয়াদ যেটাই হোক, আজকের সিদ্ধান্তের পর বাফুফেতে তাঁর অধ্যায় একেবারে শেষই হয়ে গেল।