Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

রামোসের পিএসজিতে যাওয়া মানতে পারছেন না সিলভা

ক্রীড়া ডেস্ক, ঢাকা

রামোসের পিএসজিতে যাওয়া মানতে পারছেন না সিলভা

প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি। 

পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’ 

২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি। 

এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি।  ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার