হোম > খেলা > ফুটবল

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে আয়োজক হতে পারে কারা

ক্রীড়া ডেস্ক

২০৩০ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলাপ-আলোচনা নতুন কিছু নয়। শতবর্ষী ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার আয়োজক হওয়ার সম্ভাবনা নিয়ে কথাবার্তা চলছে দীর্ঘদিন। শুধু আর্জেন্টিনাতেই নয়, শতবর্ষী এই বিশ্বকাপ হতে পারে আরও বেশ কিছু দেশে। 

আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে-এই চার দেশে হতে পারে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। শতবর্ষী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের আবেদন করেছে দক্ষিণ আমেরিকার এই চার দেশ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সদর দপ্তর এজেইজাতে গতকাল এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ২০৩০ বিশ্বকাপের ব্যাপারে জানানো হয়। চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো ডোমিনিগেস উপস্থিত ছিলেন। কনমেবল সভাপতি ডোমিনিগেস বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে নিয়ে উদ্যাপন হওয়া উচিত। ‘

প্রথম বিশ্বকাপ ১৯৩০ সালে উরুগুয়েতে আয়োজিত হয়েছিল। আর্জেন্টিনায় বিশ্বকাপ হয়েছিল ১৯৭৮ সালে। চিলি ১৯৬২ সালে আয়োজন করেছিল বিশ্বকাপ। এই চার দেশের মধ্যে একমাত্র প্যারাগুয়েতে কখনো বিশ্বকাপ আয়োজন করা হয়নি।

 দক্ষিণ আমেরিকায় সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল ২০১৪ সালে। ২০ তম ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল।

 

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন