নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় দলকে বাংলাদেশে আনতে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিওনেল মেসিদের ঢাকায় আসার দিনক্ষণ এখন প্রায় চূড়ান্ত। সব ঠিক থাকলে আগামী জুনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবারও ম্যাচ খেলবে মেসি ও তাঁর দল আর্জেন্টিনা।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা ঢাকায় এসে ম্যাচ খেলেছিল। ফিফা প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। কাতার বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের স্বীকৃতি দিতে মেসিদের আবারও বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ১১ বছর পর আবারও মেসিদের ঢাকায় আনার প্রক্রিয়া শুরু করেছিল বাফুফে। জুনে ঢাকায় আসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এএফএ।
সব ঠিক থাকলে মেসিদের জুনে আসতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘ওরা (এএফএ) আমাদের জানিয়েছে যে, জুনের ফিফা উইন্ডোতে ওরা আসতে চায়। শর্তসমূহ ঠিক থাকলে ওরা জুনেই আসতে চায়।’
তবে ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, সেটি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন সালাউদ্দিন। এখনো এ বিষয়ে কাজ করছে বাফুফে। সংস্কারকাজ চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে জুনের আগেই মাঠ পাবেন বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে।’
আরো খবর পড়ুন: