হোম > খেলা > ফুটবল

মাঠেই হার্ট অ্যাটাকে মৃত্যু পানামার ‘ম্যাটাডোরের’ 

ক্রীড়া ডেস্ক

চলে গেলেন পানামা ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা লুই তেহাদা। তিনি ভক্ত-সমর্থকদের কাছে ‘ম্যাটাডোর’ নামে পরিচিত ছিলেন। মাত্র ৪১ বছর বয়সে হার্ট অ্যাটাকে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই স্ট্রাইকার। 

তেহাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পানামানিয়ান ফুটবল ফেডারেশন। স্থানীয় গণমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, একটি স্থানীয় বিনোদনমূলক লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তাঁর। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তেহাদাকে মৃত ঘোষণা করা হয়। 

২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলে পানামা। দেশকে বিশ্বমঞ্চের টিকিট এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তেহাদা। পানামার সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দলের হয়ে খেলেছেন ১০৮ ম্যাচ। করেছেন ৪৩ গোল। ২০০১ সালে পানামার জার্সিতে অভিষেক হয় তাঁর, অবসর নেন ২০১৮ সালে। 

তেহাদার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল বিশ্বে। পানামার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ফুটবলের উন্নয়ন ও বিবর্তনে তেহাদা ‘সমার্থক’ হয়ে উঠেছিলেন। ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আমরা তার পরিবার, বন্ধুজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা ম্যাটাডোরকে কখনো ভুলব না।’ 

শোক জানিয়েছেন পানামার সাবেক স্ট্রাইকার ব্লাস পেরেজও। তিনি জাতীয় দলে তেহাদার সতীর্থ ছিলেন। 

২০১৮ কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ রাউন্ডে ২ গোল করেন তেহাদা। পঞ্চম রাউন্ড শেষ করে তৃতীয় হয়ে। সঙ্গে সরাসরি টিকিট কাটে রাশিয়া বিশ্বকাপের।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন