হোম > খেলা > ফুটবল

‘বাবা আর মেসি দুই গ্রহের ফুটবলার’

লিওনেল মেসির সঙ্গে দিয়েগো ম্যারাডোনার তুলনা চলে প্রায়ই। তবে এই তুলনা যেন পছন্দ নয় ম্যারাডোনার ছেলের। ম্যারাডোনা জুনিয়রের মতে, তার বাবা (ম্যারাডোনা) এবং মেসি দুজনে দুই গ্রহের ফুটবলার।

আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলস্কোরার মেসি। এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে করেছেন ৯২ গোল। পাঁচ বিশ্বকাপ খেলে চার বিশ্বকাপেই গোল করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। বিশ্বকাপে ২০ ম্যাচে করেছেন ৭ গোল। অন্যদিকে ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে করেছেন ৩৪ গোল। বিশ্বকাপে ২১ ম্যাচে করেছেন ৮ গোল। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন এই কিংবদন্তি। তবে মেসি এখনো বিশ্বকাপ জিততে পারেননি। দুজনের তুলনা করা প্রসঙ্গে ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘ফুটবল না বোঝা লোকেরাই বাবার সঙ্গে মেসির তুলনা করে। আমরা দুই ভিন্ন গ্রহের ফুটবলার নিয়ে কথা বলছি। আমি লিওনেলকে এখানে তুলনায় আনতে চাই না।’

গতকাল লুসাইল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা-সৌদি আরব। ম্যাচের ১০ মিনিটের সময় পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। প্রথমার্ধে আর্জেন্টিনার  গোল হতে পারত আরও তিনটি । তবে ভিএআর প্রযুক্তিতে মেসির একটি ও লাউতারো মার্তিনেজের দুটি গোল বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ৪৮ ও ৫৩ মিনিটে দুটি গোল করে সৌদি আরব। অনেকগুলো গোল করার সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় আর্জেন্টাইনরা। 

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

আর্জেন্টিনার এই পরাজয় মেনে নিতে পারছেন না ম্যারাডোনা জুনিয়র। ম্যারাডোনার ছেলে বলেন,‘আমি আর্জেন্টিনার পরাজয়ে খুবই মর্মাহত। আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। সৌদি আরবের কাছে পরাজয় আসলেই আশ্চর্যের।’

২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন