Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আল নাসরের হয়ে প্রথম শিরোপা জিতে খুশি রোনালদো

ক্রীড়া ডেস্ক

আল নাসরের হয়ে প্রথম শিরোপা জিতে খুশি রোনালদো

সর্বশেষ মৌসুম খালি হাতে শেষ করতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। কোনো দলের হয়েই শিরোপা জিততে পারেননি তিনি। এবার মৌসুম শুরুই করেছেন শিরোপা দিয়ে। 

গতকাল আল হিলালকে ২–১ গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো, যা আল নাসরের হয়ে পর্তুগিজ তারকার প্রথম। প্রথমবার শিরোপা জিতে ভীষণ খুশিও তিনি। সেটিও আবার নিজের করা জোড়া গোলে। 

সামাজিক মাধ্যমে শিরোপা জয়ের পর ম্যাচের কয়েকটি ছবি দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘দলকে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ শিরোপাটি জেতাতে সহায়তা করতে পেরে গর্ব অনুভব করছি। ক্লাবের দুর্দান্ত এই অর্জনের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গে আমার পরিবার এবং বন্ধুদের ধন্যবাদ, যারা সব সময় পাশে ছিল। আমাদের সমর্থকেরা দুর্দান্ত সমর্থন দিয়েছে। এটা তাদেরও।’ 

কিং ফাহাদ স্টেডিয়ামে অবশ্য চ্যাম্পিয়ন হওয়াটা সহজ ছিল না রোনালদোদের। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর নেমেই গোল পায় আল হিলাল। ৫১ মিনিটে দলকে আনন্দে ভাসান মাইকেল। গোলের পর পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্‌যাপন সিউউ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। 

এক গোলে পিছিয়ে পড়ার পর আবার ৭১ মিনিটে ১০ জনে পরিণত হয় আল নাসর। এমন পরিস্থিতি থেকে জিততে হলে রোনালদোর মতো তারকাকেই কিছু করতে হয়। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী করেছেনও তাই। ৭৪ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। এর পরও বিপদ পিছু ছাড়ছিল না তাদের। ৭৮ মিনিটে আরও একজন খেলোয়াড় লাল কার্ড দেখেন। 

এরপর আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন রোনালদো। জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন করলেও তার স্বাদ মাঠ থেকে নিতে পারেননি তিনি। ১১৪ মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১০২ মিনিটে আবার আল নাসরের কোচ লুইস কাস্ত্রোও লাল কার্ড দেখেন। 

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ৪২ বছরের ইতিহাসে এবারই প্রথম শিরোপা জিতেছে আল নাসর। চ্যাম্পিয়ন হওয়ার পুরো অবদানই রোনালদোর। ছয় ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জেতা সাবেক রিয়াল মাদ্রিদ তারকার অবদান অনস্বীকার্য।

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ