হোম > খেলা > ফুটবল

রোনালদোর পেনাল্টি মিসের পর ম্যানইউর বিদায়

সময়টা ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই দুঃসময় আরও বাড়ল এফএ কাপ থেকে ম্যানইউর বিদায়ে। চতুর্থ রাউন্ডের ম্যাচে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ সমতায় ছিল ১-১ গোলে। এরপর টাইব্রেকারের ভাগ্য নির্ধারণে ৮-৭ গোলে জিতে পরের রাউন্ডে উঠে যায় মিডলসবার্গ। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি মিস করেছেন রোনালদো।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যানইউ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় তারা। আক্রমণের ধারায় ম্যাচের ২০ মিনিটে পেনাল্টিও পেয়ে যায় ম্যানইউ। কিন্তু পোস্টের বাইরে মেরে সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে একটু পরেই রোনালদোদের স্বস্তিতে ফেরান জাদোন সানচো। ২৫ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেই বিরতিতে যায় ‘রেড ডেভিল’রা।

দ্বিতীয়ার্ধেও বেশির ভাগ সময় দাপট দেখায় ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৬৪ মিনিটে সমতা ফেরায় মিডলসবার্গ। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যানইউকে ঠেকিয়ে রাখে তারা। এরপর টাইব্রেকারের লড়াইও ছিল জমজমাট। প্রথম পাঁচটিতে লক্ষ্য ভেদ করে দুই দলই। তবে অষ্টম শটে পারেননি ম্যানইউর আন্তোনি এলাঙ্গা। আর তাতেই বিজয় উৎসবে মাতে মিডলসবার্গ।

এই ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে ৩০টি লক্ষ্যে শট নেয় ম্যানইউ। কিন্তু এতগুলো সুযোগ পেয়েও একটির বেশি কাজে লাগাতে পারেনি তারা, যার খেসারত দিতে হলো ম্যাচ হেরে।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন