ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২০২৫ সালের প্রথম ম্যাচ আজই খেলতে নামে ইন্টার মায়ামি। অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে তাঁদের প্রতিপক্ষ ছিল ক্লাব আমেরিকা। ক্লাব প্রীতি ম্যাচ হলেও ম্যাচটা দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পেনাল্টিতে ক্লাব আমেরিকাকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। জয়সূচক গোলটা করেছেন সান্তিয়াগো মোরালেস।
প্রীতি ম্যাচে প্রথমে এগিয়ে যায় ক্লাব আমেরিকা। ৩১ মিনিটে ক্লাব আমেরিকার স্ট্রাইকার হেনরি মার্টিন করেছেন গোলটি। সমতায় ফিরতে তেমন একটা সময় লাগেনি মায়ামির। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন মেসি। ২০২৫ সালে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম গোলটা হয়েছে দুর্দান্ত। ক্লাব আমেরিকার একটা ডিফেন্ডার হেড দিয়ে বলটা সরাতে চেয়েছিলেন। সেখান থেকে পাস দেন লুইস সুয়ারেজ। বন্ধুর পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মেসি।
প্রথমার্ধের শেষের দিকে ইন্টার মায়ামি ব্যবধান বাড়িয়ে নিতে পারত। তবে ৪১ মিনিটে ফ্রি-কিক থেকে নেওয়া বাঁ পায়ে নেওয়া শট বক্সের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারেন মেসি। ইন্টার মায়ামি-ক্লাব আমেরিকা ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধে দ্রুতই এগিয়ে যায় ক্লাব আমেরিকা। ৫২ মিনিটে কর্নার থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক গোল করেন ইসরায়েল রেয়েস।
ক্লাব আমেরিকা এরপর ব্যবধান বাড়াতে আরও মরিয়া হয়ে ওঠে। তবে ইন্টার মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো ৬৪ মিনিটে দারুণ একটি সেভ করেন। রিচার্ড সানচেজের ক্রস থেকে এই গোলটা দেওয়ার চেষ্টা করেছিলেন ক্লাব আমেরিকার ডিফেন্ডার নেস্তর আরাউহো। ৬৫ মিনিটে দলটির আরেক ডিফেন্ডার মিগুয়েল ভাসকেজ হেডে লক্ষ্যভেদ করার চেষ্টা করলেও সফল হননি। নির্ধারিত ৯০ মিনিটের পরই মায়ামি দেখায় জাদু। অতিরিক্ত ২ মিনিটে কর্নাস থেকে ক্রস করেন হুলিয়ান গ্রেসেল। সেটা রিসিভ করে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন আভিলেস।
৯০ মিনিটে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে মায়ামির গোলরক্ষক হয়ে ওঠেন আরও দুর্দান্ত। ভিক্টর দাভিলা, অ্যালান কারভেন্তেস, রিকার্ড সানচেজ—ক্লাব আমেরিকার এই তিন ফুটবলার শট করেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথম তিন গোলের মধ্যে ক্লাব আমেরিকা গোল করতে ব্যর্থ হলেও মায়ামি করেছে একটি গোল। এক পর্যায়ে প্রথম ৬ গোল শেষে ক্লাব আমেরিকা করতে পারে ২ গোল। তখনই টাইব্রেকারে মোরালেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।