বিদায়টা সুন্দর হোক এমনটা সবারই চাওয়া থাকে। ব্যতিক্রম নয় ইয়ুর্গেন ক্লপের ক্ষেত্রেও। লিভারপুলকে সম্ভাব্য সব ট্রফি এনে দেওয়া জার্মান কোচও চেয়েছিলেন শেষটা রাঙিয়ে বিদায় নিতে। কিন্তু সেটা আর হচ্ছে কই?
মৌসুম শেষে বিদায় নেওয়ার ঘোষণার সময় কোয়াড্রপল জয়ের সুযোগ ছিল লিভারপুলের। কিন্তু এক কারাবো কাপ ছাড়া আর কোনো শিরোপাজয়ের সুযোগ নেই অল রেডদের। এফএ ও ইউরোপা কাপ থেকে বিদায়ের পর লিগ থেকেও ছিটকে গেছে তারা।
এভাবে একের পর এক শিরোপা হারিয়ে কোচ ক্লপ যখন হতাশায় ডুবে, ঠিক তখনই আবার শিষ্যের সঙ্গেও সম্পর্কে টানাপোড়েন চলছে তাঁর। এতটাই যে, গতকাল ওয়েস্ট হামের সঙ্গে ২-২ গোলে ড্র করার ম্যাচে মোহাম্মদ সালাহর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ক্লপের, ম্যাচ শেষেও যার রেশ রয়ে গেছে।
সালাহর কথায় তেমনটিই ফুটে উঠেছে। ম্যাচ শেষে টানেল দিয়ে যাওয়ার সময় মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘আজ যদি কথা বলি, তাহলে আগুন লেগে যাবে।’ কী নিয়ে গুরু-শিষ্যের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল তা নিয়ে এখনো অবশ্য চুপই আছেন তাঁরা। দুজনের কথা-কাটাকাটির দৃশ্যটি ৭৯ মিনিটের সময়। লুইস দিয়াজের বদলি নামার সময় সালাহকে কী যেন বলছিলেন ক্লপ। সেটা শোনার পর তর্ক করতে গুরুর দিকে এগিয়ে যেতে থাকেন লিভারপুল স্ট্রাইকার। এ সময় সালাহকে টেনে ধরে দুজনের তর্ক থামিয়ে দেন ডারউইন নুনেজ।
ম্যাচ শেষে ক্লপের কাছে জানতে চাওয়া হয়েছিল সালাহর সঙ্গে তাঁর ঝামেলা মিটেছে কিনা। তার উত্তরে লিভারপুল কোচ বলেছেন, ‘ড্রেসিংরুমে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আমার কাছে এটা শেষ হয়েছে বলে মনে হচ্ছে।’
গতকালের ড্রয়ে লিগ শিরোপা জয় থেকে অনেক দূরে চলে গেছে লিভারপুল। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৫। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তবে লিগ জয়ের ভালো সুযোগ ম্যানচেস্টার সিটির। ৭৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে থাকলেও আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা।