সময় চলে যায়, রেখে যায় স্মৃতি। দুঃস্মৃতিও। বিদায়ী বছরের ক্রীড়াঙ্গনের সেসব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে ধারাবাহিক এই বর্ষপরিক্রমা। আজকের পর্বে আন্তর্জাতিক ফুটবল।
সৌদিতে বিশ্বকাপ
২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেয়েছে সৌদি আরব। একমাত্র বিড করা দেশ ছিল তারাই। মানবাধিকার লঙ্ঘনের কারণে অ্যামনেস্টির আপত্তি সত্ত্বেও এ মাসে বিশ্বকাপ আয়োজক হিসেবে সৌদির নাম ঘোষণা করে ফিফা। তার আগের বিশ্বকাপ আয়োজিত হবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৬ দেশে। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি।
আলোচিত দলবদল
রেকর্ড ১৫ তম চ্যাম্পিয়নস লিগ জেতার দুই দিন পর গত জুনে আনুষ্ঠানিকভাবে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ডকে পেতে অনেক আগে থেকে চেষ্টা চালাচ্ছিল লস ব্লাঙ্কোসরা। তবে পিএসজি ছাড়তে নারাজ হওয়ায় সেটি সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন এমবাপ্পে। শুরুতে কষ্ট হলেও নতুন পরিবেশে ফরাসি তারকাও নিজেকে মানিয়ে নিচ্ছেন।
ইউরো স্পেনের
গত জুলাইয়ে বার্লিনের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ১২ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে স্পেন। জার্মানিকে টপকে সর্বোচ্চ ৪ বার ইউরো ঘরে তোলে স্প্যানিশরা। কোচ ভিসেন্তে দে লা ফুয়েন্তের অধীনে লামিনে ইয়ামাল-নিকো উইলিয়ামসের মতোন তরুণেরা আলো ছড়িয়েছেন পুরো টুর্নামেন্টে। ফাইনালে ওঠার পথে হারিয়ে দেয় জার্মানি ও ফ্রান্সের মতো দলকে। আর টানা দ্বিতীয়বার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড।
আবারও আর্জেন্টিনার কোপা
ফাইনালে চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। বেঞ্চে বসে তাঁর কান্না অবশ্য ম্যাচ শেষে হাসিতে রূপ নেয়। গত জুলাইয়ে ফ্লোরিডায় অতিরিক্ত সময়ে লওতারো মার্তিনেসের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। আর উরুগুয়েকে ছাড়িয়ে রেকর্ড ১৫ তম লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরে লা আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন আনহেল দি মারিয়া।
ভিনির বছরটা রদ্রিরও
ব্যালন ডি’অর ইতিহাসে এমন বিতর্ক আগে হয়তো কখনো হয়নি। ভিনিসিয়ুস জুনিয়রের হাতে ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার উঠবে না জেনে প্যারিসে যাননি রিয়ালের কেউ। সেই পুরস্কার উঠে ইউরোর সেরা খেলোয়াড় রদ্রির হাতে। শুরুতে ভিনির হাতে ব্যালন ডি’অর উঠছে জানিয়েছিল মার্কার মতো সংবাদমাধ্যমও। ফেবারিটও ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রদ্রি, না ভিনি—এ নিয়ে দুই ভাগ গোটা ফুটবল বিশ্ব। তবে গত অক্টোবরে অনুষ্ঠান শুরুর ঘণ্টা কয়েক আগে পাল্টে যায় সব হিসাব-নিকাশ। ভিনিকেও অবশ্য খালি হাতে থাকতে হয়নি। এ মাসে রদ্রিকে হারিয়েই ফিফা বর্ষসেরা নির্বাচিত হন তিনি। নতুনদের হাতে উঠল এই দুই পুরস্কার। তাঁদের মাঝে দুই পুরস্কারে তৃতীয় হন জুড বেলিংহাম।
মুদ্রার উল্টো পিঠ
কোচিং ক্যারিয়ার পেপ গার্দিওলার এমন দুঃসময় এসেছিল কবে! সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র ১ জয়! একের পর এক পয়েন্ট হারানোর পর ম্যানচেস্টার সিটির কোচের মাথায় হাত দেওয়াটা এখন চেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে ইউরোপের ফুটবলে। এ মৌসুমে হয়েতো খালি হাতে থাকতে হতে পারে সিটিকে।
যাঁদের হারিয়েছি
এ বছর ফুটবল হারিয়েছে বেশ কয়েকজন কিংবদন্তিকে। গত ৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। সেলেসাওদের খেলোয়াড় ও কোচ হিসেবে ৪টি বিশ্বকাপ জিতেছেন তিনি। সেই শোক না কাটতেই দুই দিন পর শেষনিশ্বাস ত্যাগ করেন ‘কাইজার’ খ্যাত কিংবদন্তি জার্মান ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। গত মে মাসে মারা যান আর্জেন্টিনাকে ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি। সেপ্টেম্বরে চলে যান লিভারপুল কিংবদন্তি রন ইয়েটস।