হোম > খেলা > ফুটবল

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন ১৪ বছর বয়সী আর্জেন্টিনার বিস্ময়বালক

মুখাবয়বে এখনো কৈশোরের ছাপ আষ্টেপৃষ্ঠে রয়েছে মাতেও অ্যাপোলিনোর। তাতে অবশ্য আর্জেন্টাইন তরুণের কোনো ভ্রুক্ষেপ নেই। আসলে ১৪ বছর বয়সী মিডফিল্ডারের তা থাকারই কথা নয়। বরং স্মরণীয় মুহূর্তটা তার উপভোগ করার সময়। 

গতকাল সেটাই করেছেন অ্যাপোলিনো। যা ভাষায় প্রকাশ করতে পারছেন না তিনি। অবশ্য শুধু তার নয়, এমন মুহূর্ত বর্ণনা করার ভাষা কারওই থাকার কথা নয়। আর্জেন্টিনার প্রথম শ্রেণির ফুটবলে গতকাল যে রেকর্ড গড়েছেন তা এই বয়সে যেকোনো ফুটবলারের চিন্তা করারই কথা নয়। 

তবে অবিশ্বাস্য প্রতিভার অধিকারী এই আর্জেন্টাইন টিনএজারের কাছে সেই সুযোগ এসেছে। গতকাল সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে আর্জেন্টিনার প্রথম শ্রেণির ফুটবলের রেকর্ড গড়েছেন অ্যাপোলিনো। কোপা আর্জেন্টিনার ম্যাচে নিউওয়েল’স ওল্ড বয়জের বিপক্ষে খেলতে নামার দিন দেপোর্তিভো রিয়েস্ত্রার মিডফিল্ডারের বয়স ছিল ১৪ বছর ২৯ দিন। 

ম্যাচের ৮৪ মিনিটের সময় রিয়েস্ত্রার মিডফিল্ডার গঞ্জালো ব্রাভোর বদলি হিসেবে মাঠে নামেন অ্যাপোলিনো। মাঠে নামার আগেই অবশ্য ০-১ ব্যবধানে পিছিয়ে ছিল তাঁর দল রিয়েস্ত্রা। শেষে একই ব্যবধানে হেরে যাওয়ায় স্মরণীয় মুহূর্তটা জয় দিয়ে রাঙানো হয়নি বিস্ময় বালকের। 

আর্জেন্টিনার লিগের দুই দশকের বেশি পুরোনো রেকর্ড ভেঙেছেন অ্যাপোলিনো। এত দিন রেকর্ডটির মালিক ছিলেন সার্জিও আগুয়েরো। ইন্দিপিয়েন্তের হয়ে ২০০৩ সালের ৫ জুলাই রেকর্ডটি গড়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। রেকর্ড গড়ার দিন তাঁর বয়স ছিল ১৫ বছর ৩৩ দিন। অর্থাৎ, ১ বছর ৪ দিন কমে রেকর্ডটা নিজের করে নিয়েছেন অ্যাপোলিনো। 

অভিষেক ম্যাচ নিয়ে অ্যাপোলিনো বলেছেন, ‘আমি আমার শোয়ার ঘরে ছিলাম। আমার মা ফোন দিয়েছিল এবং বাবা ফোনে কান্নারত কণ্ঠে বলছিলেন তুমি প্রথম শ্রেণির স্কোয়াডে ডাক পেয়েছ। এটা অনন্য এক অভিজ্ঞতা ছিল। আমার জন্য স্মরণীয় এক স্মৃতি।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি