হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তের গোলে নাপোলির রোমাঞ্চকর জয়, জিতল চেলসিও

ক্রীড়া ডেস্ক

এই জয় তো এই হার—গত কয়েক মৌসুম ধরে চেলসির পারফরম্যান্স এমনই উঠানামা করছে। এ মৌসুমেও এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। দিন তিনেক আগে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে চ্যাম্পিয়নশিপের ক্লাব মিডলসবোরোর বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরে বসেছিল ব্লুজরা। সেই ক্ষত ভুলে আজ জয়ে ফিরেছে মাউরিসিও পচেত্তিনোর দল। 

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। এই কষ্টার্জিত জয়ে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ টেবিলে আটে ওঠে এলো তারা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ তম স্থানে ফুলহাম। 

চেলসির একমাত্র গোলটি করেছেন কোল পালমার। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ২১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার পাস দেন রহিম স্টার্লিংকে। তবে পেনাল্টি বক্সের ভেতর স্টার্লিংকে বাধা দিতে গিয়ে ফাউল করে বসেন ফুলহাম ডিফেন্ডার ইসা দিওপ। পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে গোলরক্ষক বের্নড লেনোকে বোকা বানিয়ে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি পালমার। গত আগস্টে চেলসিতে যোগ দেওয়ার এটি তাঁর নবম গোল। 

সিরি আয় চেলসির মতো অবস্থা নাপোলিরও। গতবারের লিগ চ্যাম্পিয়নরা আজ নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে বেঁচেছে হার থেকে। পিছিয়ে পড়েও তলানির দল সালারনিতার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে নাপোলি। এ নিয়ে সব প্রতিযোগিতা চার ম্যাচ পর জয়ের মুখ দেখল তারা। 

 ২৯ মিনিটে পিছিয়ে পড়ে নাপোলি। প্রথমার্ধের যোগ করা চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন মাত্তেও পোলিতানো। নাপোলি জয়সূচক গোলটি আসে অতিরিক্ত ষষ্ঠ মিনিটে। এ জয়ে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাপোলি। 

বুন্দেসলিগায় গত পরশু জামাল মুসিয়ালার জোড়া গোলে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ৯০ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের শেষ গোলটি করেন হ্যারি কেইন। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে আলাভেস।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন